হযরত ইমাম জাফর সাদিক(আ.) অতি মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও পরিবারে সাধারণ মানুষের মত থাকতেন এবং স্ত্রীর জন্য ছিলেন একজন আদর্শ স্বামী আর সন্তানদের জন্য ছিলেন আদর্শ পিতা।
পরিবারের সকল কাজে সবাইকে সাহায্য করতেন এবং সারা জীবনে কোন দিন স্ত্রী ও সন্তানদের উপর নিজের কাজ চাপিয়ে দেন নি। তিনি হালাল রুজি রোজগার করার জন্য অনেক পরিশ্রম করতেন এবং বলতেন; হালাল রুজি রোজগার করার জন্য কাজ করা ইবাদতের অন্তর্ভূক্ত।
ইমাম জাফর সাদিক(আ.)-এর কিছু পারিবারিক উপদেশ:
পরিবার পরিচালনার জন্য পুরুষকে তিনটি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, যদি কারও মধ্যে তা না থাকে, তাহলে তাকে তা অর্জন করতে হবে যেমন: ভাল আচরণ, উদারতা। যে পরিবারের জন্য হালাল রুজি রোজগার করার জন্য পরিশ্রম করে সে ঐ ব্যক্তির মত যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। সৎকর্ম ও ভাল আচরণ পরিবারকে সুখী করে এবং আয়ু বৃদ্ধি করে।
পিতা-মাতার প্রতি শ্রদ্ধা
পবিত্র ইমামগণ পিতা-মাতার সাথে সদাচরণের উপর বিশেষ তাগিদ দিয়েছেন। ইব্রাহীম ইবনে মাহযাম বলেন: একদা ইমাম জাফর সাদিক(আ.)-এর কাছে ছিলাম বাড়ি যেয়ে মায়ের সাথে ঝগড়া করলাম। পরের দিন ইমামের কাছে আসলে ইমাম বললেন: হে মাহযাম! তুমি মায়ের সাথে কেন খারাপ আচরণ করেছ? তোমার কি জানা নেই যে, তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের কোলে লালিত পালিত হয়েছে এবং তোমার খাবার ছিল তোমার মায়ের দুধ?
ইব্রাহীম ইবনে শাবীব ইমাম জাফর সাদিক(আ.)-কে বলেন: আমার পিতা অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তিনি নিজে কিছুই করতে পারেন না। এমনকি প্রস্রাব পায়খানার জন্যও আমি তাকে নিয়ে যাই। ইমাম সাদিক(আ.) বললেন: যত পার তোমার পিতার জন্য খেদমত কর, তার মুখে খাবার তুলে দিবে তাহলে কিয়ামতের দিন দোজখের আগুন থেকে রক্ষা পাবে। (সূত্র: মাসিক তুবা সংখ্যা -৩৫)
source : http://shabestan.net/bd