বইঃ দোয়া-ই- কোমাইলের ব্যাখ্যা
লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
হে কুমাইল! প্রতিটি বিষণ্ণ হৃদয়ের মানুষই তার মনের দুঃখের কথা ব্যক্ত করে। অতএব যদি তোমার নিকট কেউ তার হৃদয়ের দুঃখের কথা ব্যক্ত করে তাহলে তা গোপন রেখ। কখনই কারো গোপনীয়তা অন্যের নিকট প্রকাশ কর না। কারণ, যদি প্রকাশ কর তাহলে আল্লাহর নিকট তওবার পথ বন্ধ হয়ে যাবে এবং যে গুনাহের কারণে তওবার পথ বন্ধ হয়ে যায়, তার পরিণাম জাহান্নামের আগুন।
হে কুমাইল! যে ব্যক্তি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ও তার পবিত্র বংশধরের গোপন তথ্য প্রকাশ করবে, তার কোন ক্ষমা নেই এবং কারও কাছ থেকে তা গ্রহণযোগ্য নয়। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বংশধরের গোপন তথ্য মুমিন এবং জ্ঞানী ব্যক্তি ব্যতীত কারও নিকট প্রকাশ কর না।
হে কুমাইল! জীবনে যে কোন কঠিন সমস্যার সময়ে বল: «لاحول ولا قوة الا باللَّه» । মহান আল্লাহর ওসিলায় (মাধ্যমে) তোমার সকল সমস্যা সমাধান হবে এবং «الحمدللَّه» পাঠের মাধ্যমে আল্লাহর নেয়ামতের শোকর কর। যাতে আল্লাহ তায়ালা তোমার নেয়ামত ও রিজিক বৃদ্ধি করেন। যদি তোমার রিজিক পৌছাতে দেরী হয় তাহলে আল্লাহর দরবারে ইসতিগফার কর এবং ক্ষমা চাও। আল্লাহ তায়ালা তোমার কাজকে সহজ করে দিবেন।