বাঙ্গালী
Friday 9th of June 2023
0
نفر 0

আমিরাল মোমেনীন আলী ( আ.) এর ওয়াসিয়াত কুমাইলের জন্যে ১০ম পর্ব

আমিরাল মোমেনীন আলী ( আ.) এর ওয়াসিয়াত কুমাইলের জন্যে ১০ম পর্ব

বইঃ দোয়া-ই- কুমাইলের ব্যাখ্যা

 

লেখকঃ আয়াতুল্লাহ আনসারিয়ান

হে কুমাইল! আল্লাহ তায়ালার শপথ! আমা অনুসরণের জন্য আমি কারও তোষামোদি করি না এবং এটাও আশা করছি না যে কেউ আমার বিরোধিতা না করুকঅনুরূপভাবে আরবদেরকে আমাকে আমিরুল মুমিনীন বলার জন্য ঘুষ দিতেও রাজি নই।

হে কুমাইল! যারা দুনিয়ার মোহে আকৃষ্ট হয়েছে, তারা ক্ষণিকের জন্য লাভবান। আর আমরা আখিরাতের প্রতি আকৃষ্ট এবং তা চিরস্থায়ীচিরন্তন।

হে কুমাইল! প্রতিটি মানুষকেই আখিরাতের (পরকাল) উদ্দেশ্যে যেতে হবে। আর আখিরাতে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের উচ্চতর স্থানের আশা করিযা আল্লাহ তায়ালা শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে সৎকর্ম শীলদের অনুদান করে থাকেন।

হে কুমাইল! যে ব্যক্তি জান্নাতের অধিকারী নয় তাকে জাহান্নামের আগুণ এবং অপমান জনক স্থায়ী যন্ত্রণার সংবাদ দাও।

হে কুমাইল! আল্লাহ তায়ালা আমাকে যে তৌফিক দান করেছেন, তার জন্য আমি সর্বদা ও সকল অবস্থায় আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

যদি যেতে চাও প্রস্তুত হও, অর্থাৎ সময় শেষ হয়ে গিয়েছে এবং এটা তোমার, সময় এবং কাজের শৃঙ্খলার জন্য নির্দেশ করা হয়েছে।[1]



তোহাফুল ওকুল; ১৭১।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

আকাশ, পৃথিবী ও হযরত আদম (আ.) সৃষ্টি ...
কারবালার বিয়োগান্ত ঘটনা : একটি ...
আল্লাহ্ ব্যতীত কেউ কি অদৃশ্যের ...
সূরা হুদ;(২১তম পর্ব)
পিতা মাতার সাথে উত্তম আচরণ
মহানবী (সাঃ)-এর আহলে বাইতকে ...
আল কুরআনে বিশ্বনবীর (সাঃ) প্রশংসা
তাকলিদ
আল কোরআনের দৃষ্টিতে মুমিনের ...
হিন্দুর তৈরি খাবার খাওয়া যাবে ...

 
user comment