বাঙ্গালী
Tuesday 3rd of October 2023
0
نفر 0

শাবান মাসের ফজিলত ও করণীয়

হিজরি বর্ষপরিক্রমা বা চান্দ্র মাসের অষ্টম মাস পবিত্র শাবান মাস। এ শাবান মাস হাদিসের আলোকে বিভিন্ন বিবেচনায় একটি ফজিলত ও তাৎপর্যপূর্ণ মাস। মুসলিম উন্মাহর এ মাসে কিছু করণীয় রয়েছে। শাবান মাসের আগের মাস অর্থাৎ হিজরি বর্ষপরিক্রমায় সপ্তম মাস হচ্ছে পবিত্র রজব মাস। রাসূল (সা.) রজবের চাঁদ উঠলে দোয়া করতেন 'আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শাবান ওয়া বালি্লগনা রামাদান' অর্থাৎ হে আল্লাহ আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। 'আমাদেরকে রমজান পর্যন্ত পেঁৗছে দিন' এ কথার অর্থ হচ্ছে_ রমজান পর্যন্ত আমাদের জীবন দান করুন। যেন আমরা রমজান মাস পেয়ে অধিক হারে ইবাদত বন্দেগি, রোজা, তারাবি, লাইলাতুল কদরের ইবাদত, ইতিকাফ ইত্যাদির মাধ্যমে মহান পবিত্র রমজান মাসের ফজিলত লাভে ধন্য হই। এ জন্য পবিত্র রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর রমজানের চাঁদ দেখা পর্যন্ত উপরোলি্লখিত দোয়াটি পাঠ করা সুন্নত বা মুস্তাহাব। যেহেতু পবিত্র রমজান মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস, সেহেতু পূর্ব থেকেই এ মাসের ইবাদত-বন্দেগির জন্য প্রস্তুতি নেওয়াটাই একজন মুমিনের কর্তব্য। হজরত রাসূল (সা.)-এর উপরোক্ত দোয়া-ই প্রমাণ করে তিনি পবিত্র রজব মাস শুরু থেকেই রমজানের জন্য অধীর অপেক্ষায় থাকতেন।

বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় হজরত মুহাম্মদ (সা.) পবিত্র রজব ও শাবানে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানে অধিক ইবাদতের জন্য সময়-সুযোগ বের করতেন। মানসিকভাবে তৈরি হতেন। আর এ কারণেই তিনি পবিত্র শাবানের দিন, তারিখ গুরুত্বসহকারে হিসাব রাখতেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, হজরত রাসূল (সা.) পবিত্র শাবানের (দিন, তারিখ হিসাবের) প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য কোনো মাসের ক্ষেত্রে রাখতেন না (সুনানে আবু দাউদ ১/৩১৮)। অনেক হাদিসেই বর্ণিত হয়েছে_ হজরত মুহাম্মদ (সা.) পবিত্র শাবানের চাঁদের দিন, তারিখের হিসাব রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন। সুতরাং পবিত্র শাবান মাসের দিন-তারিখের হিসাব রাখাটাই সুন্নত এবং মুমিনদের করণীয়। পবিত্র শাবান মাসে অধিকহারে নফল রোজা রাখা উত্তম। এ প্রসঙ্গে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। হজরত উন্মে সালামা (রা,) থেকে বর্ণিত তিনি বলেন, আমি হজরত নবী করিম (সা.) শাবান ও রমজান ব্যতীত দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি। হজরত আয়েশা (রা.) বলেন, আমি নবী করিম (সা.)কে শাবান মাসের মত এত অধিক (নফল) রোজা রাখতে আর দেখিনি। এ মাসের অল্প কিছুদিন ব্যতীত বরং বলতে গেলে সারা মাসটাই তিনি নফল রোজা রাখতেন (জামি তিরমিযী ১/১৫৫)।

পবিত্র শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ পনের শাবান রাত হচ্ছে পবিত্র শবেবরাত, ভাগ্য রজনী, এ রাতের অশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। বছরের শ্রেষ্ঠ পাঁচটি রজনীর অন্যতম এ রাত। এ রাতের করণীয় সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেন_ পনের শাবান রাতে (শবেবরাত) তোমরা জেগে থেকে ইবাদত কর এবং পরদিন রোজা রাখ। এ জন্য শবেবরাতে জেগে থেকে ইবাদত করা এবং পরদিন রোজা রাখা উত্তম। হাদিসের ভাণ্ডার পর্যালোচনা করে পবিত্র শাবানের এসব ফজিলত ও করণীয় সম্পর্কে জানা যায়। সুতরাং এর বাইরে নিজেদের মনগড়া কোনো কিছু করা সম্পূর্ণ অনুচিত।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:
[ শাবান মাসের ফজিলত ]     [ শাবান মাস ]     [ সাবান মাসের ফজিলত ]     [ শাবান মাসের ফযিলত ]     [ শাবানের ফজিলত ]     [ সাবান চাদের দোয়া ]     [ আল্লাহুমা বারিকলানা ফি রজবানা ও সাবান ফজিলত ]     [ www.শাবান মাসের ফযিলত. com ]     [ শাবান মাসের ফজিলত ও করণীয় ]     [ শাবান মাস ]     [ শাবান মাসের হাদিস ]     [ আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ওয়া সাবান ওয়া ভাললিগনা রামাদান ]     [ রজব ও শাবান মাসের ফজিলত । ]     [ রজব সাবান মাসের দোয়া ]     [ রজব ও শাবান মাসে করনিয় ]     [ হাদিস শাবান মাসের ফজিলত ]     [ শাবান মাসের ফজিলত হাদিসের আলোকে ]     [ শবান মাসের ফজিলত ]     [ শাবান মাসের ফজিলত ও করণীয় সম্পর্কে বই ]     [ শাবান মাসের ফজিলত শাবান মাস ]     [ সাবান মাসের ফযিলত ]     [ শাবান মাসের ]     [ শাবান মসের ফযিলত ]     [ শাবান মাসের ফযিলত? ]     [ শাবানের চাঁদের দোয়া ]     [ শাবান মাসে করণীয় ]     [ বই শাবান মাসের ]     [ শাবানের করনিয় ]     [ সাবান মাসের রোজা রাখার ফজিলাত ]     [ শাবানের চাদের ফজিলত ]     [ সাবান মাসের রোজা ]     [ শাবানের রোজার ফজিলত ]    

latest article

বিভিন্ন ফিকাহর দৃষ্টিতে যাকাত
গীবত একটি মারাত্মক ব্যাধি
নাহজুল বালাগায় পরাপ্রাকৃতিক ...
আল্লাহ্ ব্যতীত কেউ কি অদৃশ্যের ...
আল কোরআনের অলৌকিকতা (৬ষ্ঠ পর্ব)
সূরা ইউসুফ; (৬ষ্ঠ পর্ব)
কোরআন শরীফ অনুবাদের ইতিহাস
ঢাকায় ইসলামি বিপ্লবের বিজয় ...
পুরনো বাইবেলে বিশ্বনবী হযরত ...
আলী (আ) এর দৃষ্টিতে একটি আদর্শ ...

 
user comment