২৫ জুন (রেডিও তেহরান): ইরাকের সেনাবাহিনী দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর বিরুদ্ধে নির্মূল অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সেনাবাহিনী রাজধানী বাগদাদের সঙ্গে পবিত্র শহর সামারার প্রধান সংযোগ সড়ক পুনর্দখল করেছে। আজ (বুধবার) ইরাকের সেনা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে তাকফিরি জঙ্গিদের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পরই সেনাবাহিনী এ সাফল্য পায়।
সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা বহু বর্বর তাকফিরি সন্ত্রাসীকে হত্যা করেছে এবং সন্ত্রাসীদের ব্যবহৃত এক ডজনের ও বেশি সামরিক যান ধ্বংস করেছে। ইরাকি সেনাবাহিনীর সুত্রে বলা হয়েছে, ব্যাপক সংঘর্ষের পর তারা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের বাইজি শহরের প্রধান তেল শোধনাগার পুনদর্খল করেছে।
এর আগে সেনাবাহিনী এই শোধনাগার থেকে তাকফিরিদের হটিয়ে দিতে ব্যাপক অভিযান চালায়। তাকফিরিরা অবশ্য দাবি করেছে, শোধনাগারটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সম্প্রতি আইএসআইএল ইরাকের বেশ কয়েকটি শহর দখল করে নেয়ার পর বাইজি তেল শোধনাগারে হামলা শুরু করে। এটি গত ১০ বছর ধরে ইরাকের মোট চাহিদার এক তৃতীয়াংশ তেল শোধন করে আসছে। জঙ্গিরা ওই শোধনাগারের কয়েকটি তেলের আধার ধ্বংস করেছে।
গত ১০ জুন তাকফিরি সন্ত্রাসীরা নেইনাভাহ প্রদেশের প্রধান শহর মসুল দখল করে নেয়। তারা রাজধানী বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের তিকরিত শহরটিও নিয়ন্ত্রণ নেয়।
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বলেছেন, সেনাবিহিনী তাকফিরি সন্ত্রাসীদের দমন করবে। তিনি আরো বলেন, মসুল শহর দখল এক গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি তার দেশের ভেতরে সংঘটিত বর্বরতা ও অপরাধে সমর্থন দেয়ার জন্য রিয়াদ ও কাতারকে দায়ী করেছেন। তিনি এও বলেছেন, সৌদি আরবই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রধান মদদদাতা।#
রেডিও তেহরান/বিএ/এমআই/২৫