১৪ জুলাই (রেডিও তেহরান): ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজা উপত্যকায় বর্বর আগ্রাসনের জন্য ইহুদিবাদী ইসরাইলকে চরম মূল্য দিতে হবে। গাজায় ইসরাইলের আগ্রাসন অব্যাহত থাকার প্রেক্ষাপটে হামাস এ হুঁশিয়ারি দিল।
গতকাল (রোববার) হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধের জন্য ইসরাইল মূল্য দেবে। যেকোনো ঘটনার জন্য হামাস প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আবু জুহরি অভিযোগ করেন, ইসরাইল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাজার সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
হামাসের এ নেতা বলেন, ফিলিস্তিনিরা শুধু নিজেদেরকে রক্ষা করছে এবং দখলদার ইসরাইলের বর্বরতায় তাদের মনোবল ভেঙে যাবে না।
গত মঙ্গলবার থেকে ইসরাইলের টানা হামলায় ১৭৩ জন ফিলিস্তিনি শহীদ এবং ১,১৫০ জন আহত হয়েছেন। এছাড়া, ইসরাইলি বিমান থেকে বোমা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি মসজিদ ও একটি প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্রসহ গাজার ২,০০০ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে।#