বাঙ্গালী
Wednesday 9th of October 2024
0
نفر 0

কুরআন ও হাদীসের আলোকে হিংসা ও লোভ

মানুষের অন্যতম একটি খারাপ গুণ হল হিংসা। ইসলামে হিংসা বা বিদ্বেষ পোষনকারীকে খুবই নিকৃষ্ট চোখে দেখা হয়েছে। হিংসা মানুষকে শুধুমাত্র প্রতিপন্নই করে না বরং হিংসুকের জীবন কখনই সুখের হয় না। কেননা সে সবসময় সকল জিনিসের অধিকারী হতে চায়। তার সর্বদা এই চেষ্টাই থাকে যে, অন্যের কাছে যা আছে তারচে তার জিনিসটা ভাল হওয়া চাই। আর এই হিংসুক ব্যক্তিই সমাজের অন্যান্য সন্মানিত ব্যক্তিদের ব্যক্তিত্বকে হেয় করার চেষ্টা করে। কেননা তার দৃষ্টিতে সে একাই সমাজে সন্মানিত ব্যক্তি, বাকিরা সবাই তারচেয়ে নগন্য। এই কারণে বিদ্বেষ পোষণকারী ব্যক্তির পরিনাম সম্পর্কে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে, তারা না স্রষ্টার দৃষ্টিতে ভাল আর না সৃষ্টির দৃষ্টিতে। হিংসুককে কেউ ভাল দৃষ্টিতে দেখে না, সবার মাঝে তার প্রতি একটা খারাপ ধারনা জন্ম নেয়। সমাজে অন্য সবার সাথে বসবাস করলেও মানুষের মনে কোন স্থা তার নেই। কোরআন ও হাদীসেও হিংসা এবং হিংসুককে কঠিণ ভাবে নিন্দা করা হয়েছে। হিংসা সম্পর্কিত কিছু রেওয়ায়েত এখানে উল্লেখ করা হল :

قال إمام علی (ع) : الحسود مغموم

ইমাম আলী (আঃ) বলেছেন : ‘হিংসা ও বিদ্বেষকারী শোকার্ত হয়'। (মেরাজুস সায়াদাহ, মরহুম আয়াতুল্লাহ নারাকী, পৃষ্ঠা ৩৪৯)

قال الإمام علی (ع) : الحسود لا يسود

তিনি আরো বলেন : ‘হিংসা ও বিদ্বেষ মানুষের কোন উপকারে আসে না'। (প্রাগুক্ত)

অতঃএব যদি আমাদের মাঝে এমন ধরণের ত্রুটি থাকে তবে আমাদের উচিত সেটাকে দূরে সরিয়ে দেয়া। আর যদি আমাদের মধ্যে বিদ্যমান না থাকে তবে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং এই দোয়া করা যে, হে আল্লাহ্! এমন ধরণের ত্রুটি হতে আমাকে সদা রক্ষা কর।


ঙ্গিক বিষয়াদী

(ক) হিংসার নিন্দায় কোরআন :


قال الله تعالی : ﴿ وَ مِن شَرِّ حَاسِدٍ إِذا حَسَدَ ﴾.

"এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে"। (সূরা ফালাক : ৫)


(খ) হিংসা ও ঈমান :

الإمام باقر (ع) : إنّ الحسد يأکل الإيمان کما تأکل النار الحطب

ইমাম বাকির (আঃ) বলেছেন : ‘নিশ্চয়ই যেভাবে আগুন কাঠকে ভক্ষণ করে [জ্বালিয়ে নিঃশ্বেষ করে], হিংসাও ঈমানকে ভক্ষণ করে'। (আল কাফী, খণ্ড ২, পৃষ্ঠা ৩০৬, হাদীস নং ১)


الإمام الصادق (ع) : إياکُم أن يحسُدَ بعضکم بعضاً؛ فإنَّ الکفرَ أصله الحسد.

ইমাম সাদিক (আঃ) বলেছেন : ‘একে অপরের সাথে হিংসা করা থেকে বিরত থাকো, কেননা হিংসা হল কুফরের ভিত্তি স্বরূপ'। (আল কাফী, খণ্ড ৮, পৃ. ৮, হাদীস নং ১)
(গ) হিংসুকের চিহ্নসমূহ :

الإمام الصادق (ع) : قال لُقمان (ع) لابنه: و للحاسد ثلاثُ علاماتٍ: يغتبُ إذا غابَ وَ يَتملّقُ إذا شهَدَ وَ يَشمَتُ بَالمُصيبةِ.

হযরত লোকমান (আঃ) স্বীয় পুত্রকে বললেন : ‘হিংসুকের তিনটি চিহ্ন রয়েছে : পিঠ-পিছনে গীবতকরে, সামনা সামনি তোষামোদ করে এবং অন্যের বিপদে আনন্দিত হয়।' (আল খেসাল, পৃষ্ঠা ১২১, হাদীস নং ১১৩)

 

লোভ


লোভ মানুষের অধপতনের অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়। যেহেতু লোভ একটি নৈতিক ত্রুটি, তাই বর্তমানে এই বিষয়টি উপর আলোচনা করা খুবই প্রয়োজন, আর তাই এখানে এ সম্পর্কে আলোচনা করা হল। লোভ মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়। আল্লাহ তায়ালা যে সকল নেয়ামত তাকে দান করেছেন তার শুকরিয়া কখনই সে আদায় তো করেই না, বরং আল্লাহ তাকে যা দান করেছেন তার চেয়ে সে বেশী চায় এবং যদি সেটা পূর্ণ হয়ে যায় তাহলে সে আবার নতুন করে আর একটি জিনিসের প্রতি দৃষ্টি দেয়। উদাহরণ স্বরূপ, একজন ব্যক্তি একটি ভাড়া বাড়িতে বসবাস করে, যদি সে লোভী হয় এবং আল্লাহর শুকুর গোযার না হয় সবসময় তার এই চিন্তা থাকে যে, আরো উন্নত একটি বাড়ি ভাড়া নিতে হবে। যখন পূর্বের চেয়ে আরো উন্নত বাড়ি সে ভাড়া নিতে সক্ষম হয়, তখন সে আবার নতুন করে অন্যের সম্পত্তির প্রতি দৃষ্টি দেয় যে, এবার যদি অমুকের মত একটি সুন্দর বাড়ি বানাতে পারতাম। এভাবেই চলতে থাকে তার লোভের চক্র। আর কখনই সে এ সমস্ত নেয়ামত যা আল্লাহ্ তাকে দিয়েছে তার শুকুর আদায় করে না।

কিন্তু আল্লাহ্‌র মু'মিন বান্দারা যে সকল নেয়ামত তাদেরকে দান করা হয়েছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে ও তাতেই সন্তুষ্ট থাকে। আর যদি পরবর্তীতে কিছু তার সম্পদ বৃদ্ধি পায় তবে তার জন্য সে আল্লাহর দরবারে পূর্বাপেক্ষা অধিক শুকরিয়া আদায় করে। আর ভূলেও সে অন্যের সম্পদের প্রতি দৃষ্টি দেয় না। মু'মিনদের এ দলটি সর্বদাই সুখে ও শান্তিতে বসবাস করে। কেননা তারা শুধুমাত্র আল্লাহর নৈকট্য বৈ আর কিছু চায় না।


অসংখ্য রেওয়ায়েত লোভের নিন্দায় বর্ণিত হয়েছে। যার কয়েকটি এখানে উল্লেখ করা হল।

قال الإمام الصادق (ع) : حُرِمَ الحريص خصلين و لزمتهُ خصلتان: حُرِمَ القناعةَ فافتقدَ الرّاحة وَ حُرِمَ الرِّضا فافتقدَ اليقين.

ইমাম সাদিক (আঃ) বলেছেন : ‘লোভী দু'টি উৎকৃষ্ট গুণ হতে বঞ্চিত, ফলশ্রুতিতে সে দু'টি দোষের অধিকারী; সে পরিতৃপ্ত হওয়া থেকে বঞ্চিত ফলে প্রশান্তিকে হাতছাড়া করেছে, [আর] সন্তুষ্টি হতে বঞ্চিত ফলে বিশ্বাসকে খুইয়েছে'।

قال الإمام علی (ع(: أغنی الأغنياءِ مَن لَم يَکُن لِلحرصِ أسيراً.

ইমাম আলী (আঃ) বলেছেন : ‘সেই ব্যক্তি সর্বাপেক্ষা ধনি যে লোভের বন্দি নয়'।

الإمام الصادق (ع) : کانَ أميرُ المؤمِنِين صلواتُ الله عليه يقول: ابن آدم، إن کُنت تُرِيدُ مِن الدّنيا ما يَکفِيک فإِنَّ أيسر ما فِيها يَکفِيک، وَ إِن کنت إنّما تُرِيدُ ما لا يَکفِيک فإنَّ کلَّ ما فِيها لا يَکفِيک.

ইমাম সাদিক (আঃ) বলেছেন : আমিরুল মু'মিনীন (আঃ) বলতেন যে, হে আদমের সন্তানেরা! যদি তুমি দুনিয়া হতে পরিমাণ মত চাও তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট। কিন্তু যদি পরিমাণের চেয়ে বেশী চাও, সমস্ত দুনিয়াও তোমার জন্য যথেষ্ঠ নয়'। (আল কাফী, খণ্ড ২, পৃষ্ঠা ৩১৬, হাদীস নং ৭)

লোভের উত্পত্তি কোথা থেকে এর সংজ্ঞা স্বয়ং মহানবী (স.) এর হাদীসে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল (স.) হতে বর্ণিত ঐ হাদীসটি নিম্নে উল্লেখ করা হল :

قال رسول الله (ص) : اعلم يا علی، أنَّ الجُبنَ و البخلَ و الحِرصَ غَريزةٌ واحِدةٌ، يَجمَعُها سوءُ الظَّنِّ.

রাসুল (সঃ) বলেছেন : ‘হে আলী জেনে রাখ! ভয়, কৃপণতা ও লোভ একই প্রকারের, আর তাদের মূলে হল খারাপ ধারণা পোষন করা'। (এলালুশ শারায়ে, মুন্তাখাবে মিযানুল হিকমাহ, পৃষ্ঠা ১৪৪, হাদীস নং ১৫০৫)

 

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:
[ হিংসা ]     [ হিংসা নিয়ে হাদিস ]     [ হিংসা সম্পর্কে হাদিস ]     [ হিংসা ]     [ ইসলামে হিংসা ]     [ হিংসার পরিনাম ]     [ হিংসা করা ]     [ হিংসার হাদিস ]     [ কুরআন হাদিসের আলোকে হিংসা ]     [ হিংসা করার পরিনতি ]     [ ইসলামের দৃষ্টিতে হিংসা ]     [ হিংসার হাদিস ]     [ হিংসা হাদিস ]     [ অন্যের খারাপ ধারনা না করা কুরান ]     [ লোভ সম্পর্কে হাদিস ]     [ কোরানের আলোকে হিংসা ]     [ লোভীদের সম্পর্ক হাদিস ]     [ লোভ সম্পর্ক ইসলাম ]     [ হিংসা বিদ্বেষ ]     [ ইসলামে হিংসার পরিনাম ]     [ লোভ সম্পর্কে হাদীস ]     [ লোভ সম্পর্কে কুরআন ]     [ হিংসা কোরান হাদিসের আলোয় ]     [ হিংসা হাদিস কুরআন ইসলাম ]     [ ইসলামে লোভ সম্পর্কে ক ]     [ লোভ কোমানো দোয়া ]     [ লোভের হাদিস ]     [ ইসলামের দৃষ্টিতে হিংসা ও তার পরিণতি ]     [ হিংসার পতনের হাদীস ]     [ লোভের পরিনতি ]     [ হাদীসে লোভ ]     [ ইসলামের দৃষ্টিতে হিংসা করা ]     [ হিংসা ও অহংকার নিয়া হাদিস ]     [ হিংসা হাদীস ]     [ হিংসা সর্ম্পকে হাদিস ও কুরআন ]     [ হিংসা বিদ্বেষের পরিনাম ]     [ ইসলামের দৃষ্টিতে হিংসার ভয়াবহতা ]     [ কোরআঅ হাদিসের আলোকে হিংসা নিরসনের উপায় ]     [ হিংসা কি কোরআন হাদিসের আলোকে ]     [ হিংসার সম্পর্কে ]     [ হিংসা বিেদ্বষ হাদিস ]     [ লুভ নিয়ে হাদিস ]     [ হিংসা করা ভারো নয় হাদীস ]     [ হিংসা সম্পর্কে আলোচনা ]     [ লোভ সম্পকৃত হাদিস সমূহ ]     [ কোরআনে হিংসা ]     [ ইসলামে হিংসার ভয়াবহতা ]     [ হিংসার হাদীস ]     [ লোভ,হিংসা,অহংকার সম্পর্কে ইসলাম কি বলে ]     [ কুরআন হাদীসের আলোকে হিংসার পরিনাম ]     [ কুরআন হাদীসের আলোকে হিংসার বর্ননা ]     [ কুরআন হাদীসের আলোকে হিংসা ]    

latest article

কুরআন ও হাদীসের আলোকে হিংসা ও লোভ
কথায় কথায় কাফির ঘোষণা, মুসলমানরা ...
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো ...
ইমাম হাসান (আ) এর বেদনা বিধুর ...
ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠ সম্পদ
শবে বরাত
ইসলামী বিচার পদ্ধতি
যাকাত
কোরআন মজীদের দৃষ্টিতে ছ্বাহাবী ও ...
ইমামীয়া জাফরী মাজহাব-শেষ পর্ব

 
user comment