ঢাকা, ৩০ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : হযরত মোহাম্মদ (সা.), পবিত্র হজ, তাবলীগ জামাতকে নিয়ে বিতর্কিত বক্তব্য রাখায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্ত্রী পরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।
রবিবার বিকেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে বিতর্কিত বক্তব্য রাখেন আবদুল লতিফ সিদ্দিকী। এর পর থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে বাংলাদেশি কমিউনিটির মধ্য ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে গভীর ক্ষোভর সৃষ্টি হয়েছে এবং দেশজুড়ে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবি উঠেছে।
ঐ সভায় মন্ত্রী বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।'
মন্ত্রী আরো বলেন, ‘আমি হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলীগ জামাতের।'
তাবলীগ জামাতের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তাবলীগ জামায়াত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।
(জাস্ট নিউজ/এএ/১৫৪৫ঘ.)