আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি এ খবর দিয়েছে। আল-মাসিরার খবর অনুসারে, ইয়েমেনের আনসারুল্লাহ গেরিলা ও সেনা সদস্যরা আজ (বৃহস্পতিবার) পাহাড়ি অঞ্চল দিয়ে জিজান সীমান্তে ঢুকে পড়ে এবং সেখানে সৌদি সেনাদের বহু গাড়ি ও গোলাবারুদ ধ্বংস করে
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি এ খবর দিয়েছে। আল-মাসিরার খবর অনুসারে, ইয়েমেনের আনসারুল্লাহ গেরিলা ও সেনা সদস্যরা আজ (বৃহস্পতিবার) পাহাড়ি অঞ্চল দিয়ে জিজান সীমান্তে ঢুকে পড়ে এবং সেখানে সৌদি সেনাদের বহু গাড়ি ও গোলাবারুদ ধ্বংস করে। খবরে বলা হয়েছে- ইয়েমেনের এ অভিযানের মুখে সৌদি সেনারা এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দাহরান এলাকায় ইয়েমেনের উপজাতি গেরিলাদের হামলায় অন্তত ১৮ সেনা নিহত হওয়ার খবর বের হওয়ার কিছুক্ষণ পর আল-তুয়াল মালভূমি দখলের খবর আসে।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন শুরু করেছে। এরপর থেকে আনসারুল্লাহ গেরিলারা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।#
source : abna