আবনা : আমেরিকার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ পুলিশের হাতে একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ায় সেখানে গণ-বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় শুরু হয়েছে।
প্রতিবাদীরা দক্ষিণ ক্যারোলিনার চার্লেস্টোন শহরে বিক্ষোভ মিছিল করে মার্কিন পুলিশের বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানান। প্রতিবাদীদের বেশিরভাগই ছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক। তারা ‘কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে’, ‘বর্ণবাদ আর নয়’ প্রভৃতি শ্লোগান দেন।
একজন শ্বেতাঙ্গ মার্কিন পুলিশ নিরপরাধ এক কৃষ্ণাঙ্গ নাগরিককে গুলি করে হত্যা করার পর বর্ণবাদ বিরোধী এই বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। কৃষ্ণাঙ্গ ওই নাগরিক ছিলেন একজন গাড়ী চালক।
মার্কিন পুলিশ নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ নাগরিকের ওপর ৮ বার গুলি বর্ষণ করে বলে এক ভিডিও চিত্রে দেখা গেছে। ৩৩ বছর বয়স্ক ওই পুলিশ দাবি করেছিল যে ৫০ বছর বয়স্ক ওই কৃষ্ণাঙ্গ বন্দুক নিয়ে তাকে আক্রমণ করায় তিনি গুলি চালাতে বাধ্য হয়েছেন। কিন্তু ভিডিওতে দেখা গেছে যে, নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি যখন পালিয়ে যাচ্ছিল তখন তার ওপর গুলি ছুঁড়তে থাকে কৃষ্ণাঙ্গ পুলিশ।
মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ প্রায়ই কৃষ্ণাঙ্গদের গুলি করে হত্যা করছে। গত কয়েক মাসে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটায় দেশটিতে বর্ণবাদী উত্তেজনা ছড়িয়ে পড়েছে। #
source : abna