আবনা ডেস্কঃ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ঘেরাও হয়ে পড়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হাতে অনেক সন্ত্রাসী নিহত হওয়ার পর দায়েশ সদস্যরা দেশ দু’টির অভিন্ন সীমান্তের ৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘেরাও হয়ে পড়েছে বলে জানান তিনি।
লেবাননের রাজধানী বৈরুত থেকে হিজবুল্লাহ সদস্যদের উদ্দেশ্যে দেয়া টিভি ভাষণে এ কথা জানান তিনি। উত্তরাঞ্চলীয় লেবাননের সিরিয়া সংলগ্ন অভিন্ন সীমান্তে দেশটির সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান প্রসঙ্গেও কথা বলেন তিনি। রাস বালবেক এবং বেকা অঞ্চলে অবস্থিত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর আল-কাতে দায়েশের বিরুদ্ধে এ সব অভিযান চলছে।
ভাষণের শুরুতেই দায়েশ বিরোধী অভিযানের প্রধান লক্ষ্য নিয়েও কথা বলেন তিনি। সিরিয়া সংলগ্ন লেবাননের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়েশের হাতে আটক লেবাননি সেনাদের ভাগ্য নিশ্চিত করাই এ অভিযানের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি। এ ছাড়া, লেবাননের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া এবং দায়েশ সন্ত্রাসীদের হটিয়ে দেয়াও অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দায়েশ ঘেরাও হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ২০ বর্গ কিলোমিটার রয়েছে লেবাননে বাকিটা সিরিয় সীমান্তের ভেতরে অবস্থিত।#