১৪ অক্টোবর (রেডিও তেহরান): উগ্র সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠীকে পরাজিত করতে নিজের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বেকা উপত্যকা পরিদর্শনের সময়ে এ কথা বলেছেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
তিনি বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এই আন্দোলন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে বলেও জানান তিনি।
লেবাননের মাটি ও মানুষের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মোকাবেলা এবং তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, যেকোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ।
যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হিজবুল্লাহ- একথা উল্লেখ করে তিনি বলেন, যত চাপই আসুক বা যত কঠোরভাবেই মোকাবেলা করতে হোক না কেন কখনোই নতি স্বীকার বা হার মানবে না হিজবুল্লাহ। সিরিয়ায় তাকফিরিসহ বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে হিজবুল্লাহ।#