বাঙ্গালী
Friday 22nd of November 2024
0
نفر 0

বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে হুমকি দিয়েছে দায়েশ

আবনা ডেস্ক: বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউকে হুমকি দিয়েছে আইএসআইএল (দায়েশ) সন্ত্রাসীরা। একটি ভিডিওতে এই হুমকি দেয়া হয়েছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে হুমকি দিয়েছে দায়েশ

আবনা ডেস্ক: বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউকে হুমকি দিয়েছে আইএসআইএল (দায়েশ) সন্ত্রাসীরা।
একটি ভিডিওতে এই হুমকি দেয়া হয়েছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের
ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ১৭ মিনিটের ওই ভিডিওতে নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলাকারীদের কয়েকজনকে দেখা গেছে। এর মধ্যে রয়েছে ওই হামলার মূল হোতা আবদেল হামিদ আবাউদ। আবাউদকে ওই হামলার কয়েকদিন পরেই ফরাসি পুলিশ হত্যা করে।
উল্লেখ্য, নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত হন। ওই ভিডিওতে বেশ কিছু মানুষের শিরশ্ছেদ ও ফাঁসি কার্যকর করতে দেখা যায়। এসব ব্যক্তিকে ধর্মত্যাগী আখ্যা দিয়েছে তাকফিরি সন্ত্রাসী এ সংগঠন।
ভিডিওতে দেখা যায়, আবদেল হামিদ আবাউদ বলছে, বিশ্বব্যাপী তোমাদের হত্যা করা বন্ধ করবো না আমরা। তাতে তোমরা ট্যুরিস্ট হিসেবে অথবা ব্যবসায়ী কোন সফরেই থাক না কেন। ভিডিওর একটি অংশে বৃটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউয়ের মুখ দেখানো হয়। লন্ডনের বিভিন্ন ছবি দেখানো হয় এতে। এর মধ্যে রয়েছে সেন্ট পলস ক্যাথেড্রাল, টাওয়ার ব্রিজ। প্যারিস হামলার পর ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করা বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ফুটেজ। এ সময় স্ক্রিনে লেখা ওঠে যে-ই কাফেরদের পক্ষ অবলম্বন করবে তারাই আমাদের তরবারির টার্গেটে পড়বে। ওই ভিডিওতে প্যারিস হামলাকারীদের আরও যাদের দেখানো হয় তার মধ্যে রয়েছে আত্মঘাতী বোমা হামলাকারী বিলাল হাদফি। সে প্যারিস হামলার সময় স্টেডি ডি ফ্রান্স-এ হামলা করেছিল। আরেকজন হলো সামি আমিমুর। সে এ হামলার সময় সবচেয়ে হৃদয় বিদারক স্থান বাটাক্লাঁ হলে হামলা চালিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছিল।
তবে ওই ভিডিওটি কবে, কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। এতে যেমন আছে প্যারিস হামলার আগের কথা, তেমনি আছে হামলার পরের বিষয়।
এতে দেখানো হয়েছে, প্যারিসে হামলা চালানোর পর মানুষ কিভাবে প্রাণপণে সেখান থেকে পালাচ্ছে। ভিডিওর পরের দিকে দেখানো হয়েছে হাদফি, আমিমুর ও আবাউদ শিরচ্ছেদ করছে। গুলি করে হত্যা করছে মানুষ। এর একটি দৃশ্যে দায়েশ নিয়ন্ত্রিত সিরিয়ার রাকা এলাকার একটি মানবাধিকার এক র্কর্মীর শিরশ্ছেদ করতে দেখা যায়।
বৃটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, তারা দায়েশের এই প্রচারণামুলক ভিডিও নিয়ে পরীক্ষা চালিয়ে দেখছে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইসলামী বিপ্লব ইরানকে আত্মপরিচয় ও ...
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে ...
আবুধাবিতে ইসলামি শিল্প ও ...
গাড়িবোমা হামলা: অল্পের জন্য ...
ইসরাইল-বিরোধী সংগ্রাম জোরদারের ...
সৌদি বাদশার দেখা পেলেন না নওয়াজ
আনকারায় আবারো ভয়াবহ বিস্ফোরণ (ছবি)
ভবিষ্যত যুদ্ধে ইসরাইলের কোনো অংশ ...
নিমরের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ...
ইসলামি সম্মেলনে যোগ দিতে তেহরানে ...

 
user comment