জর্জিয়ার এক শিক্ষিকা কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে মুসলমান হয়েছেন এবং ‘মারিয়াম' নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জর্জিয়ান শিক্ষিকা ‘আনা দার সাফালিড্যে', তুরস্কের কোনিয়া প্রদেশের ‘বাই শাহির' শহরের দারুল আফতা' (ফতওয়া বিষয়ক কার্যালয়)-এ উপস্থিত হয়ে কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে মুসলমান হয়েছেন এবং মারিয়াম নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, তিনি তুরস্কের ‘বাই শাহির' শহরে এক বছর যাবত জীবন-যাপন করেছেন এবং এ সময়ে ইসলামি রীতি-প্রথা সম্পর্কে পরিচিতি লাভ করেছেন।
এ শহরের মুফতি ‘মুস্তাফা তাকিন' বলেন : জর্জীয় ঐ শিক্ষিকার মুসলমান হওয়ার খুশিতে দারুল আফতা'তে একটি মাহফিলের আয়োজন করা হবে, যদিও মারিয়াম নিজে এ অনুষ্ঠানে অংশগ্রহণে প্রস্তুত নয় এবং আমরাও তার এ ইচ্ছার প্রতি সম্মান প্রদান করেছি।
মুস্তাফা তাকিন বলেন : ‘আনা দার সাফালিড্যে' বলেছেন যে, এ শহরে অবস্থানকালীন সময়ে যে আযানের ধ্বনি ও পবিত্র কুরআন তেলাওয়াত শুনেছে তা হতে তিনি অত্যাধিক প্রভাবিত হয়েছেন।
তিনি আরো বলেন : মারিয়াম পবিত্র কুরআনের কিছু কিছু সূরা শিখেছেন এবং সেগুলো উত্তমরূপে তেলাওয়াত করতে পারেন এছাড়া সূরা ফাতেহাসহ অন্যান্য যে সকল সূরা নামায পড়ার জন্য প্রয়োজন সেগুলো মুখস্থ করেছেন।#
source : www.abna.ir