মুসলমান হলেন এক খ্রিষ্টান ধর্মাবলম্বি
হল্যাণ্ডের নাগরিক খ্রিষ্টান ধর্মাবলম্বি এক ব্যক্তি হযরত আমিরুল মু'মিনীন (আ.) এর মাজারে অসংখ্য যেয়ারতকারীদের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ সময় ‘হায়দার আলী' নামটিকে নিজের নতুন নাম হিসেবে গ্রহণ করেন তিনি।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : হযরত আলী (আ.) এর মাজারে অনুষ্ঠিত পবিত্র গাদিরের বিশেষ অনুষ্ঠানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হল্যান্ডের এক খ্রিষ্টান ধর্মাবলম্বি।
এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, খ্রিষ্টান ধর্মাবলম্বি ‘কুরিয়ান ভ্যান লুইন' তার ভাইয়ের নির্দেশনায় -যিনি নিজেও আহলে বাইত (আ.) এর একজন অনুসারী- ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যায়নের পর গাদির দিবসে ইমাম আলী (আ.) এর মাজারে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
হযরত আলী (আ.) এর মাজার পরিচালনা পরিষদের প্রশান্ত মহাসাগরীয় ও ইউরোপ অঞ্চল বিষয়ক কর্মকর্তা ‘সৈয়দ আলী শারা' এ সম্পর্কে জানিয়েছেন : ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি ‘হায়দার আলী' নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন।
ইসলাম সম্পর্কে পরিচিত করার বিষয়ে তার ভাইয়ের প্রচেষ্টার প্রশংসা করে সৈয়দ আলী বলেন : জনাব ভ্যান লুইন আমিরুল মু'মিনীন আলী (আ.) এর মাজার অভ্যন্তরে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, নও মুসলিম জনাব হায়দার আলী ইসলাম ধর্ম গ্রহণের পর শিয়া মাযহাবকে নিজের অনুকরণীয় মাযহাব হিসেবে গ্রহণ করেন।#
source : al-shia.org