আবনা : অর্থের তহবিল সংগ্রহের জন্য মানব-অঙ্গ পাচারের চেষ্টা করছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। আমেরিকাভিত্তিক ওয়েবসাইট আল-মনিটর এ খবর দিয়েছে।
সিরুওয়ান আল-মসুলি নামে এক বিশেষজ্ঞ ডাক্তার আল-মনিটরকে বলেছেন, সম্প্রতি তিনি ইরাকের মসুল শহরের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করেছেন। এসব হাসপাতালে আরব ও বিদেশি ডাক্তারদেরকে ভাড়া করা হয়েছে কিন্তু স্থানীয় ডাক্তারদেরকে তাদের সঙ্গে মিশতে দেয়া হয় নি।
এরপর তথ্য ফাঁস হয়ে গেছে যে, তারা মানব-অঙ্গ বিক্রির চেষ্টা করছে। মসুলেরই একটি হাসপাতালে সার্জারির কাজ হয়েছে এবং দ্রুত সেখান থেকে পেশাদার পাচারকারী চক্রের মাধ্যমে এসব অঙ্গ-প্রত্যঙ্গ পরিবহন করা হয়েছে।
সিরুওয়ান আল-মসুলি জানান- যুদ্ধবন্দি, আহত সেনা ও অপহৃত ব্যক্তিদের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের জন্য সংগ্রহ করা হয়েছে। এসব কাজের জন্য জন্য মসুলে একটি বিশেষায়িত মেডিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলেও খবর বেরিয়েছে।#
সন্ত্রাসী এই গোষ্ঠী বর্তমানে ইরাক ও সিরিয়ার বিরাট একটা অংশজুড়ে তৎপর রয়েছে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদেরকে সহায়তা দিচ্ছে সৌদি আরব, কাতার এবং তুরস্কসহ আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা।#
source : www.abna.ir