আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানে তাকফিরি সন্ত্রাসী বাহিনী কর্তৃক শিয়াদেরকে গণহত্যার ধারাবাহিকতায় এবার ৩ জন শিয়া মুসলিমকে হত্যা করা হয়েছে।
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) করাচির ‘গুলশান' এলাকায় পিপলস পার্টির সক্রিয় সদস্য এহসান দানেশ অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন।
শিকারপুর বোমা হামলায় আহত ‘এজাজ আলী' গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) করাচির আগাখান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করাচি থেকে আবনা প্রতিবেদক জানিয়েছে, গত মঙ্গলবার করাচির উত্তরাঞ্চলীয় একটি এলাকায় সিপাহে সাহাবা'র স্নাইপারের গুলিতে শহীদ হয়েছেন নোমান আলী কাযেমী নামের অপর এক শিয়া মুসলিম।#
source : www.abna.ir