আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) মহান ইসলামি বিপ্লবের ৩৬তম বিজয় বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসের প্রধান আকর্ষণ ছিল রাজধানী তেহরানসহ সারাদেশের প্রতিটি শহরে বিজয় বার্ষিকীর শোভাযাত্রা। এসব শোভাযাত্রায় কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী তেহরানের শোভাযাত্রায় গত কয়েক বছরের তুলনায় আজ বেশি লোকের সমাগম হয়েছিল। মিছিলকারীরা ‘আমেরিকা ধ্বংস হোক', ‘ইসরাইল নিপাত যাক', ‘লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ', ‘পরমাণু শক্তি আমাদের অধিকার' ইত্যাদি স্লোগান দেন। তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) এবং ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন। সেইসঙ্গে ইরানের মুসলিম জনগণ ইসলামের শত্রুদের প্রতি ঘৃণা প্রকাশ করেন ও মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
তেহরানের শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রাজধানীর ১০টি পয়েন্ট থেকে মিছিল শুরু করে আজাদি স্কয়ারে গিয়ে সমবেত হন এবং সেখানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভাষণ দেন। এ সময় আজাদি স্কয়ার ও তার পার্শ্ববর্তী এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে এক ইশতেহারে ইরানি জনগণ পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনায় দেশের সম্মান ও ভাবমর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। ইশতেহারে বলা হয়, প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র খাতে ইরান যে সাফল্য অর্জন করেছে তা নিয়ে কোনো আলোচনা করা যাবে না। ইশতেহারে আরো বলা হয়, মুসলমানদের এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি এবং যেসব কথা ও কাজ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তা থেকে সবাইকে বিরত থাকতে হবে।#
source : www.abna.ir