আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ঢাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৬তম বিপ্লব বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঢাকার গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ক্বারী জনাব আহমাদ বিন ইউসুফ আল-আযহারি। স্বাগত বক্তব্য রাখেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জনাব ড. আব্বাস ওয়ায়েজি দেহনাভি। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু এমপি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ বেশ কয়েকজন সাংসদ, উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাস প্রতিনিধি এবং দেশী ও বিদেশী ব্যক্তিত্বগণ।
এদিকে বিশেষ আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়েছে আল-মোস্তফা (সা. আ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা শাখায়। কুরআন তেলাওয়াত, কবিতা আবৃতি ও বক্তব্য ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্বাহী পরিচালক হুজ্জাতুল ইসলাম মোঃ মাঈনুদ্দীন তালুকদার।#
source : www.abna.ir