আবনা : ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলীর জের ধরে দেশটিতে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এর আগে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স তাদের দূতাবাস বন্ধ করে দেয়।
শিয়া আনসারুল্লাহ বিপ্লবী যোদ্ধারা রাজধানী ইয়েমেনের নিয়ন্ত্রণ নেয়ার পর এসব দেশ তাদের দূতাবাস বন্ধ করল।
দূতাবাস বন্ধের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "ইয়েমেনের রাজধানীর রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে সৌদি আরব সানায় দূতাবাসের কার্যক্রম বাতিল করেছে।" বিবৃতিতে আরো বলা হয়েছে- আরব দেশ হিসেবে সৌদি আরবই সর্বপ্রথম ইয়েমেনের দূতাবাস থেকে তার সমস্ত কর্মী সরিয়ে নিয়েছে এবং কূটনীতিকরা সবাই নিরাপদে দেশে ফিরেছেন।
এর আগে আজ (শুক্রবার) ইতালি ও জার্মানি সাময়িকভাবে তাদের দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেয়। এ বিষয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রদূত ও স্টাফরা দেশে ফিরে আসছেন। বিবৃতিতে আশা করা হয়েছে- জাতিসংঘ বিশেষ দূতের প্রচেষ্টায় ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি ঠিক হবে এবং আবার দূতাবাসের কাজকর্ম শুরু করা হবে। একইভাবে জার্মানির রাষ্ট্রদূত ও কূটনীতিকরা দেশে ফিরে গেছেন।
গত কয়েক মাস ধরে ইয়েমেনে আল-কায়েদার উগ্রবাদী সন্ত্রাসীরা সামরিক বাহিনী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ভবনের ওপর হামলা চালিয়ে আসছিল। এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় চলে যায়। সরকারের ব্যর্থতা ও পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে হুতি আনসারুল্লাহ যোদ্ধারা এর বিরুদ্ধে পাল্টা অভিযান চালায় এবং গত সপ্তাহে ইয়েমেনের জাতীয় সংসদ বাতিল করে অন্তর্বর্তী জাতীয় পরিষদ গঠনের ঘোষণা দেয়। আনসারুল্লাহ যোদ্ধারা বলছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্যই মূলত তারা তৎপর হয়েছে এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ইচ্ছা তাদের নেই।#
source : www.abna.ir