আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সরকার ইরানি জাতির প্রতি শত্রুতা বন্ধ করে নি বলে আমেরিকার সাথে আপোশ করার মাধ্যমে দেশের কোনো সমস্যার সমাধান হবে না।
আজ (বুধবার) রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক সমাবেশে দেয়া ভাষণে তিনি বলেন, 'আমেরিকাসহ আরো কিছু পক্ষ ইরানি সমাজকে একথা বোঝানোর চেষ্টা করছে যে, ওয়াশিংটনের সঙ্গে আপোশ করার মাধ্যমে ইরানের সামনে বিদ্যমান ইস্যুগুলো সমাধান হবে। আমেরিকার সঙ্গে আপোশরফা করার মাধ্যমে ইরানের সব সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে যে মানসিকতা তৈরির চেষ্টা চলছে তা অত্যান্ত বিপজ্জনক।'
১৯৭৯ সালে ইসলামী বিপ্লব বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে একদল ইরানি ছাত্র রাজধানী তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করেছিলেন। আগামীকাল (বৃহস্পতিবার) সে দিবসের বার্ষিকী পালিত হবে এবং তার আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
ফার্সি ১৩ অবন তারিখে (চলতি ইংরেজি বছরের ৩ নভেম্বর) ‘গুপ্তচরবৃত্তির আখড়া’ হিসেবে পরিচিত মার্কিন দূতাবাস দখল করেছিলেন ইরানি ছাত্ররা। এই দিনকে ইরানে বিশ্বের বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় দিবস বা ছাত্র দিবস হিসেবে পালন করা হয়।#
source : abna24