আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সুইজারল্যান্ড। দেশটি বলেছে, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা হওয়ার পর তারা এ পদক্ষেপ নিয়েছে। গত ১৪ জুলাইয়ের পরমাণু সমঝোতাকে সুইজারল্যান্ড টার্নিং পয়েন্ট হিসেবেও উল্লেখ করেছে।
সুইস জাতীয় সংসদ গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন হবে। বিবৃতিতে বলা হয়- “আজকের সিদ্ধান্ত পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়ার প্রতি সমর্থনের গুরুত্ব তুলে ধরছে এবং দু পক্ষের গঠনমূলক উদ্দেশ্যের প্রতি আস্থা রাখছে।” এ সমঝোতা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠাসহ নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেও বিবৃতে উল্লেখ করা হয়েছে।
সুইস বিবৃতিতে আরো বলা হয়েছে, “২০১৪ সালের জানুয়ারি থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে। ইরানে মার্কিন কোনো দূতাবাস না থাকায় সুইজারল্যান্ড সবসময় সংলাপ ও যোগাযোগের চ্যানেল খোলা রাখার নীতি অনুসরণ করেছে।”
সুইজারল্যান্ড এ সিদ্ধান্তের আওতায় ইরানের ওপর আরোপিত পশ্চিমা সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।#
source : abna