আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ১৯৯৭-২০০০ সাল নাগাদ ইউরোপ অঞ্চলে ন্যাটো বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেনওয়েসলি ক্লার্ক। সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন : ‘আমাদের মিত্র ও চুক্তিবদ্ধ পক্ষদের আর্থিক সহযোগিতায় গঠিত হয়েছে আইএসআইএল'।
তিনি আরো বলেন : আগামীতে হিজবুল্লাহ'র সাথে যুদ্ধকারী একমাত্র গ্রুপ হল আইএসআইএল। কেননা এ সন্ত্রাসী দলের সদস্যরা ‘উগ্র' এবং ‘ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যে'র মত।
যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কোন পক্ষ আইএসআইএল গঠনের নেপথ্যে রয়েছে -এ বিষয়ে কোন তথ্য না দিয়ে তিনি বলেন : উগ্রতাবাদী বাহিনী মারফত হিজবুল্লাহকে ধ্বংস করার কৌশলের অংশ হচ্ছে এ গ্রুপটি। যুক্তরাষ্ট্রের ওয়ার পলিসি'র সমালোচনায় বিভিন্ন মন্তব্যের কারণে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন ক্লার্ক। ২০০৩ সালে প্রকাশিত বইতে তিনি লিখেছিলেন যে, এ যুদ্ধ ইরাকে শুরু হয়েছে অতঃপর সিরিয়া, লেবানন, লিবিয়া, সুমালিয়া ও সুদানে এবং সর্বশেষে ইরানে এর সমাপ্তি হবে।
সিরিয়াকে অস্থিতিশীল করে তুলতে প্রথমবারের মত ২০১২ সালে জর্ডানে আইএসআইএলকে প্রশিক্ষণ দেয় সিআইএ।
ইরাক ও সিরিয়ার কিছু কিছু অঞ্চলের উপর নিয়ন্ত্রণ লাভের পর বিভিন্ন ধরনের অমানবিকম নৃশংস, সহিংস অপরাধকর্মে লিপ্ত হচ্ছে আইএসআইএল। আর এ সকল হামলা থেকে সুন্নি, শিয়া, কুর্দি, খ্রিষ্টান কেউই রেহাই পায়নি। জনসম্মুখে শিরোচ্ছেদ, জীবন্ত পুড়িয়ে হত্যা, পাথর মেরে হত্যা, জোরপূর্বক বিয়ে, ধর্ষণ, কিশোরীদেরকে অপহরণ ও বিক্রি ইত্যাদি তাদের অপরাধকর্মের অন্যতম।#প্রেসটিভি
source : www.abna.ir