আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতকাল (৩০ মে, মঙ্গলবার) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত আল-কারাদা এলাকায় গাড়ীবোমা হামলায় অন্তত ১১ জন শহীদ এবং অপর ৪৭ জন আহত হয়েছেন। হতাহতদের মাঝে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশুও রয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফরাসী বার্তা সংস্থা উল্লেখ করেছে, আত্মঘাতী এক ব্যক্তি গতকাল ভোরের দিকে বাগদাদের একটি ঐতিহ্যবাহী আইসক্রিম বিক্রেতা রেস্টুরেন্টে এ হামলা চালায়। ঐ আত্মঘাতী গাড়ী বোমা বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছে।
হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে –এ কথা উল্লেখ করে ইরাকের নিরাপত্তা এক সূত্র জানিয়েছে, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
এদিকে, বিবৃতি প্রদান করে বাগদাদের ঐ আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএসআইএস)। গতবছরও এ অঞ্চলে ভয়াবহ বেশ কয়েকটি হামলা চালানো হয়েছিল; যাতে বহু লোক প্রাণ হারায়।
প্রসঙ্গত, বাগদাদের আল-কারাদাহ অঞ্চলটি শিয়া অধ্যুষিত। ধর্মভিরু ও ধর্মীয় অঙ্গনে তৎপর বহু সক্রিয় যুবক এ অঞ্চলেই বসবাস করেন।#