আবনা : সৌদি আরব প্রতিবেশি ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর নিষিদ্ধ গুচ্ছবোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। সংগঠনটি বলেছে, আমেরিকা সৌদি আরবকে এসব বোমার যোগান দিচ্ছে এবং এ বিষয়ে তাদের হাতে বিশ্বাসযোগ্য যথেষ্ট প্রমাণ রয়েছে।
এইচআরডাব্লিউ আজ (রোববার) বলেছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি দিকের স্থিরচিত্র, ভিডিও এবং অন্যান্য প্রমাণাদিতে দেখা যাচ্ছে- সৌদি আরব ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে গুচ্ছবোমা ব্যবহার করেছে। প্রকাশিত রিপোর্টে সংগঠনটি আরো বলেছে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে- ইয়েমেনের ওই এলাকার একটি মালভূমির প্রায় ৬০০ মিটার এলাকাজুড়ে বহু ভবনে গুচ্ছবোমার হামলা হয়েছে। ১৭ এপ্রিল ইউটিউবে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়- প্যারাস্যুটের মাধ্যমে ধীরে ধীরে আকাশ থেকে অসংখ্য বোমা নিচে নেমে আসছে। পরে মধ্য আকাশে বোমার বিস্ফোরণ হয় এবং অন্য কয়েকটি বিস্ফোরণ থেকে বহু কালো ধোঁয়ার মেঘ তৈরি হয়।
এইচআরডাব্লিউ জানিয়েছে, মার্কিন কোম্পানি টেক্সট্রোন সিস্টেম কর্পোরেশনের তৈরি করা দুটি সিবিইউ-১০৫ সেন্সর ফুয়েজড উইপন্সের ছবি থেকে পরিষ্কার হয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা এসব বোমা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে
source : abna