আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইমামতের ধারার প্রথম ইমাম হযরত আলী ইবনে আবিতালিব (আ.) শুক্রবার, ১৩ই রজব, আমুল ফিল বা হস্তিসনের ৩০ বছর পর মক্কা শহরের পবিত্র কা’বা গৃহ অভ্যন্তরে জন্মগ্রহণ করেন।
মহানবি হযরত মুহাম্মাদ (স.) আবরাহা’র হাতির ঘটনার বছরে (হস্তিসন) জন্মগ্রহণ করেন এবং ওফাতের সময় তাঁর বয়স ছিল ৬৩ বছর। ইতিহাসের বর্ণনানুযায়ী তিনি ৫৬৯-৫৭০ খ্রিষ্টাব্দের মাঝে জন্মগ্রহণ করেছিলেন এবং হযরত আলী (আ.) এর জন্মের সময় মহানবি (স.) এর বয়স ছিল ৩০ বছর। অতএব, হযরত আলী (আ.) ৫৯৯-৬০০ খ্রিষ্টাব্দের মাঝে জন্মগ্রহণ করেন।
কা’বা গৃহ অভ্যন্তরে তাঁর জন্মলাভের ঘটনাটি শিয়া ও সু্ন্নি মনীষীদের মাঝে সুপ্রসিদ্ধ।
সুন্নি মাযহাবের বিখ্যাত আলেম হাকেম নিশাবুরি এ সম্পর্কে বলেছেন : মুতাওয়াতির রেওয়ায়েতে এ বিষয়টি উল্লেখিত হয়েছে যে, [হযরত] ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী ইবনে আবি তালিব (আ.) কে কা’বা গৃহে জন্মদান করেন।
তাঁর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে, বার্তা সংস্থা আবনার পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমান বিশেষকরে আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন।
বাংলাদেশে আনন্দ মাহফিল
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এ দিবস উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন মসজিদ ও ইমাম বাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবস উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল উদযাপিত হয়েছে। কুরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গিত পরিবেশন, কাসিদা পাঠ, হামদ ও নাত পাঠ, বক্তৃতা, আপ্যায়ন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ সকল আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।#
source : abna