আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইরাকের রাজধানী বাগদাদ রক্ষার দায়িত্বে নেয়াজিত রয়েছে অন্তত ৬০ হাজার ইরাকি শিয়া স্বেচ্ছাসেবক যোদ্ধা। ইরাকের নিরাপত্তা কমিটি এ খবর দিয়েছে। এসব যোদ্ধা ইরাকের ‘পপুলার মোবিলাইজেশন ইউনিট’র সদস্য বলে পরিচিত।
বাগদাদ প্রাদেশিক পরিষদের নিরাপত্তা কমিটি আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, পপুলার মোবিলাইজেশন ইউনিটেরর যোদ্ধাদের উপস্থিতির কারণে বাগদাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছূ নেই। এছাড়া, আল-আনবার প্রদেশের রাজধানী রামাদি দখলকারী সন্ত্রাসী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ের জন্য অন্তত ৩,০০০ শিয়া স্বেচ্ছাসেবী যোদ্ধাকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।
আইএসআইএল নেতা আবু বকর আল-বাগদাদি রাজধানী বাগদাদ ও পবিত্র শহর কারবালায় হামলা চালানোর হুমকি দিয়েছে।
গত রোববার আইএসআইএল রামাদি শহর দখল করে নিয়েছে এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড ঘটায়। শহরটি উদ্ধারে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে। এর আগে শহরটি মুক্ত করার লড়াইয়ে যোগ দিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি শিয়া যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।#
source : abna