হলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইয়েমেনের জন্য ত্রাণ-সাহায্যবাহী ইরানের জাহাজটি এডেন উপসাগরে প্রবেশ করার পর থেকে একটি বিদেশী সামরিক জাহাজ সেটিকে অনুসরণ করছে বলে খবর এসেছে।
'নাজাতের তরী' নামের ওই ইরানি জাহাজটিতে উপস্থিত আল-আলম টেলিভিশনের সাংবাদিক গতকাল (রোববার) ওই খবর দেন।
অনুসরণকারী জাহাজটি কোন দেশের তা এখনও স্পষ্ট হয়নি বলে তিনি জানান। বেশ দূরত্ব বজায় রেখে জাহাজটি ইরানি জাহাজকে অনুসরণ করছে। জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের হতে পারে বলে অনেক পর্যবেক্ষক অনুমান করছেন।
ইরানের ত্রাণবাহী জাহাজটিতে রয়েছে এক হাজার ৭০০টন মানবিক সাহায্য। জাহাজটি ইয়েমেনের আলহাদিদা বন্দরের উদ্দেশে গত ১১ মে ইরানের বন্দর আব্বাস অঞ্চলের শহীদ রেজায়ি বন্দর থেকে যাত্রা শুরু করে। এই জাহাজে তল্লাশি চালানো বা বাধা দেয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। কম্বল, আটা, পানি, কাপড়, বাতি, ওষুধ ও খাবার প্লেট রয়েছে ত্রাণবাহী এ জাহাজে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলায় নারী ও শিশুসহ হাজার হাজার বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছেন। ইয়েমেনের জনগণ সৌদি সরকারের পছন্দের ব্যক্তি মানসুর হাদিকে ক্ষমতা থেকে উৎখাত করায় সৌদি রাজপরিবার দরিদ্র এই দেশটিতে হামলা চালিয়ে ক্ষমতাচ্যুত হাদিকে আবারও ক্ষমতায় বসাতে চাইছে। #
source : abna