আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : লেবাননের সীমান্তবর্তী আরসাল শহর থেকে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে বিতাড়িত করার লড়াইয়ে নামতে প্রস্তুত রয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
সংগঠনের নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান নাবিল কাউক গতকাল (শনিবার) বলেছেন, আরসালে যতক্ষণ পর্যন্ত আইএসআইএল’র হাতে দখল হওয়া ভূমি থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ লড়াই করতে প্রস্তুত রয়েছে। আরসাল শহরের অবস্থান হচ্ছে রাজধানী বৈরুত থেকে ১২৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
এদিকে, হিজবুল্লাহ নেতা নাবিল কাউক ‘মার্চ ফোরটিন অ্যালায়েন্স’কে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করেছেন। এ জোটের নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী রফিক হারির ছেলে সা’দ হারিরি।
গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্তবর্তী কিছু এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার কালামুন পর্বত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক সফলতা পেয়েছে।#
source : abna