আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানের পূর্বাঞ্চলে ১০ তালেবানকে গলা কেটে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের একটি দল। পাকিস্তানের সীমান্তবর্তী নানগারহার প্রদেশে তালেবান ও আইএসআইএলের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ পাশবিক হত্যাকাণ্ড চালায় তাকফিরি সন্ত্রাসীরা।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভির সংবাদদাতা জানিয়েছেন, সংঘর্ষের সময় ওই ১০ তালেবান জঙ্গি বন্দি হয় এবং এরপর তাদের গলা কেটে ফেলে আইএসআইএল সন্ত্রাসীরা। স্থানীয় কর্তৃপক্ষ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
গত কয়েক মাস ধরে আফগানিস্তানে নিজেদের দলে লোক ভর্তি করছে আইএসআইএল। তারা এতদিন তালেবানদের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত স্থানগুলোকে নিজেদের জন্য অভয়ারণ্য হিসেবে তৈরি করতে চায়। ইরাক ও সিরিয়ায় বর্বরোচিত গণহত্যা পরিচালনাকারী আইএসআইএল তাদের সঙ্গে যোগ দেয়ার জন্য আফগান তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু সব তালেবান আইএসআইএলের পাশবিকতা পছন্দ করে না। এ কারণে গত দু’মাসে আফগানিস্তানে তালেবান ও আইএসআইএলের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষ হয়েছে।#
source : abna