আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আট ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে।
ফিলিস্তিনের ইন্টারনেট ভিত্তিক একটি বার্তা সংস্থা এ খবর দিয়েছে। সূত্রটি জানিয়েছে, গতরাতে ও আজ ভোরে হামলা চালিয়ে যে আট জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে হামাসের একজন কর্মীও রয়েছে।
জর্দান নদীর পশ্চিম তীরে বাইত আমর্ এলাকায় ইহুদি বসতি নির্মাণ প্রতিরোধ বিষয়ক গণকমিটির মুখপাত্র মোহাম্মদ আয়াজ বলেছেন, ইসরাইলি সেনারা আজ ভোরে ওই এলাকায় ফিলিস্তিনিদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ বাধে এবং টিয়ার গ্যাসের আঘাতে অনেকেই আহত হয়েছে।
এদিকে, দখলদার ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছে, লেবাননি কিংবা ফিলিস্তিনিদের পক্ষ থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা ব্যক্ত করে ইসরাইলি সেনারা রাজধানী তেলআবিবের উপকণ্ঠে রাহফুত এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছে। ঠিক একই আশঙ্কার কথা ব্যক্ত করে ইসরাইলি সেনারা গাজা উপত্যকার কাছে সামরিক মহড়া চালাবে বলে ইসরাইলি রেডিও আজ জানিয়েছে। #
source : abna