আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১৮ জুন বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। বেশরিভাগ আরব দেশেও বৃহস্পতিবার থেকে রমজান পালিত হবে।
এরইমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, জর্দান, কাতার, কুয়েত ও মিশর ঘোষণা করেছে যে, বুধবার ছিল পবিত্র শা’বান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার হবে পবিত্র রমজান মাসের প্রথম দিন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কের লোকজনও বৃহস্পতিবার থেকে রমজান পালন শুরু করবে।
সৌদি আরব বলেছে, মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায় নি সে কারণে বুধবার চাঁদ দেখা যাবে এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে।
রমজান হচ্ছে ইসলামি ক্যালেন্ডারের নবম মাস। রমজান মাসের রোজাব্রত পালনের জন্য সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা সূর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের খাবার গ্রহণ করবেন না। এর পাশাপাশি নানা ধরনের ইবাদত-বন্দেগি ও দান খয়রাতের মধ্যদিয়ে রমজান মাস পার করবেন।#
source : abna