আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি গির্জায় এক বর্ণবাদী শ্বেতাঙ্গ যুবকের নির্বিচার গুলিবর্ষণে নয় ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন সিনেটর ক্লিমেন্টা পিংনি রয়েছেন। ৪১ বছর বয়সি পিংনি চার্লসটন শহরের ওই গির্জার যাজক ছিলেন।
ক্যালিফোর্নিয়ার পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কৃষ্ণাঙ্গদের এ পুরনো গির্জায় যখন প্রার্থনা চলছিল তখন এক বর্ণবাদী শ্বেতাঙ্গ যুবক সেখানে ঢুকে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। এ নৃশংস হামলায় নিহতদের মধ্যে সিনেটর পিংনির একজন বোনও রয়েছেন।
পিংনি ১৯৯৭ সালে প্রথম সাউথ ক্যারোলিনা প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০০ সাল পর্যন্ত তিনি অঙ্গরাজ্যের সিনেট সদস্য ছিলেন। আফ্রিকান বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে পিংনি সবচেয়ে কম বয়সে সিনেটর নির্বাচিত হন। এ ছাড়া, মাত্র ১৮ বছর বয়সে তিনি যাজক হিসেবে নিয়োগ পান।
এর আগে ওয়াল্টার স্কটে পুলিশের হাতে একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সিনেটর পিংনি। গত এপ্রিলে চার্লসটন শহরের একজন পুলিশ কর্মকর্তা ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করলে সেখানে বর্ণবাদী উত্তেজনা দেখা দিয়েছিল।#
source : abna