আবনা ডেস্ক: তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী চুক্তির আওতায় গ্রিসের একটি কুখ্যাত শরণার্থী কেন্দ্রে যে মুসলিম শরণার্থীরা আটক রয়েছেন তাদের অনেককে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে বলা হয়, ঐ শরণার্থী কেন্দ্রের মুসলিম শরণার্থীরা অভিযোগ করেছেন, সেখানে নিয়োজিত খ্রিস্টান ত্রাণকর্মীরা তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত দুইবার ধর্মান্তরিত হওয়ার ফর্ম বিলি বণ্টন করেছেন তারা।
মুসলিমদের মধ্যে বিলি করা ঐ ফর্ম দ্য গার্ডিয়ান কর্তৃপক্ষ যাচাই করেছে। যদিও এ ধরনের ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়েছে ত্রাণ সংস্থা ইউরো রিলিফ। কোনও ত্রাণকর্মী ব্যক্তিগতভাবে এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১০ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে তুরস্ক হয়ে গ্রিস সীমান্ত দিয়ে। ২০১৬ সালের মার্চে ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের চুক্তির কারণে প্রায় ৫৭ হাজার শরণার্থী তুরস্কে ফেরত যাওয়ার জন্য আটকা পড়ে রয়েছে গ্রিসে।
source : abna24