বাঙ্গালী
Friday 3rd of January 2025
0
نفر 0

হামাসের ২০০ সদস্যকে আটক করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

৮ জুলাই (রেডিও তেহরান): ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, সম্প্রতি তাদের ২০০ সদস্যকে আটক করেছে রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
হামাসের ২০০ সদস্যকে আটক করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

৮ জুলাই (রেডিও তেহরান): ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, সম্প্রতি তাদের ২০০ সদস্যকে আটক করেছে রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
 
 
 
হামাস নেতা আব্দুর রহমান শাহিদ মঙ্গলবার বলেছেন, অধিকৃত পশ্চিম তীর থেকে গত ২ জুলাই হতে তাদের ২০০’র বেশি সদস্যকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আটক করেছে এবং বেশিরভাগ লোকজনের ওপর মারাত্মক নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে হামাস সদস্যরা এ মুহূর্তে সবচেয়ে বেশি আটক ও নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ধরপাকড় ও নির্যাতনের জন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি সম্পূর্ণভাবে দায়ী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে নিঃশেষ করার প্রকল্প হাতে নিয়েছে।
 
 
 
গত শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের প্রায় ১০০ সদস্যকে আটক করা হয়েছে। তারা দাবি করেছেন, হামাস সদস্যরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ দাবিকে হামাস মুখপাত্র সামি আবু জুহরি নাকচ করে বলেছেন, রাজনৈতিক কারণে হামাস সদস্যদের আটক করা হয়েছে।   
 
 
 
২০০৬ সালে ফিলিস্তিনের সংসদীয় নির্বাচনে বিপুলভাবে হামাসের বিজয় ও সরকার গঠনের পর থেকে হামাস ও ফাতাহ আন্দোলনের মধ্যে মারাত্মক তিক্ততার সম্পর্ক বিরাজ করছে। গাজার নিয়ন্ত্রণ নিয়েই মূলত হামাসের সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়েছে আপোসকামী ফাতাহ আন্দোলন।#
 
 


source : irib.ir
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

গ্রিসের শরণার্থী কেন্দ্রে ...
শেখ সালমানের কারাদণ্ড বহাল ...
নিরাপত্তা বাহিনীর গুলিতে যুবকের ...
কাবার পথে যাত্রা
আয়াতুল্লাহ শাহরোখী স্মরণে ...
‘ঈদে মিলাদুন্নবীকে হারাম ঘোষণার ...
আইএসআইএল ডেরায় রওনা দেওয়ার মুখেই ...
নগরনো-কারাবাখে একতরফা ...
ওয়াহাবীদের গ্রান্ড মুফতি কে? ...
নারীদের বোকা বলে নিষিদ্ধ হলেন ...

 
user comment