আবনা ডেস্ক : সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনী। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আল-ওয়াজেব নৌঘাঁটিতে তোচাক নামের স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, জিজান প্রদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে আল-ওয়াজেব।
এছাড়া, জিজান প্রদেশের সীমান্তবর্তী তুওয়াইলেক মালভূমির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের সেনারা। সৌদি সীমান্তরক্ষীরা ব্যাপকভাবে এ মালভূমিতে অবস্থান নিয়েছিল।
এদিকে, ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে। জিজান প্রদেশের জারাহ উপত্যকার দুটি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। ইয়েমেনে সৌদি আগ্রাসনের মুখে আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। একইসঙ্গে তারা আল-কায়েদার বিরুদ্ধেও লড়াই করছে। আনসারুল্লাহ যোদ্ধা ও ইয়েমেনের সেনাবাহিনী বলছে, সৌদি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে তারা এসব হামলা চালাচ্ছে।#
source : abna