আবনা ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের মুকাইরিস এলাকায় সংযুক্ত আরব আমিরাতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ইয়েমেনের আবিয়ান এবং বাইদা প্রদেশের মধ্যবর্তী মুকাইরিসে আজ (মঙ্গলবার) গুলি করে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দেশটির ‘আল –মাসিরা’ টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
গত মাসেও ইয়েমেন বাহিনী সৌদি আরবের দু’টি গোয়েন্দা বিমান গুলি করে ভূপাতিত করেছিল।ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে প্রথমটি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ধামার প্রদেশে দ্বিতীয় ড্রোনটি ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করার লক্ষ্যে সৌদি আরব নিয়মিতভাবে দেশটির ভেতর অবৈধভাবে ড্রোন পাঠাচ্ছে।
জাতিসংঘের অনুমোদন ছাড়াই গত ২৬ মার্চ থেকে সম্পূর্ণ অবৈধভাবে মুসলিম দেশ ইয়েমেনে আগ্রাসন শুরু করে সৌদি আরব। হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দমন এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে এ হামলা শুরু করে রিয়াদ। জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে, সৌদি বাহিনীর পাশবিক হামলায় এ পর্যন্ত অন্তত ৪,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। তবে ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো নিহতদের এ সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করেছে।#
source : abna