আবনা ডেস্ক : ইয়েমেনে সৌদি আগ্রাসী বাহিনীর হামলায় সর্বশেষ অন্তত ১৩ ব্যক্তি নিহত এবং আরো বহু ব্যক্তি আহত হয়েছে।
ইয়েমেনের ‘আল-মাসিরা’ টেলিভিশন চ্যানেল গতকাল (শুক্রবার) জানিয়েছে, সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়ি’জ প্রদেশের একটি গ্রামকে টার্গেট বোমাবর্ষণ করলে অন্তত ১৩ ব্যক্তি নিহত হয়। সৌদি বাহিনী ইয়েমেনের মধ্যাঞ্চলের মারিব প্রদেশে তিন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে।পাশাপাশি সৌদি বাহিনী ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের বাকিম এলাকায় রকেট এবং কামানের গোলা নিক্ষেপ করেছে।
গত বৃহস্পতিবার সৌদি জঙ্গি বিমান রাজধানী সা’নার আশপাশে ইয়েমেনি সামরিক বাহিনীর অবস্থানের পাশাপাশি বেসামরিক এলাকায় বোমা বর্ষণ করেছে। সৌদি আগ্রাসী বাহিনীর চালানো বোমা হামলার একটি বোমা রাজধানী সানায় ইয়েমেন সেনাবাহিনীর ‘আল-হাফা’ সামরিক ঘাঁটিতে প্রবল শক্তিতে বিস্ফোরিত হলে ওই ঘাঁটি থেকে রকেট এবং অন্যান্য অস্ত্র এর আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে।
এদিকে, চলতি বছর বহু ইয়েমেনিকে হজ করতে না দেয়ার সৌদি সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে রাজধানী সানায় গতকাল (শুক্রবার) হাজার হাজার ইয়েমেনি ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে।#
source : abna