আবনা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের তরুণদের বেকারত্বের জন্য চীনকে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমেরিকার বেকার সমস্যার সঙ্গে বেইজিং-এর কোনো সম্পর্ক নেই। অর্থনৈতিক ক্ষেত্রে হোয়াইট হাউজের ভুল নীতির কারণেই বরং দেশটিতে বেকার সমস্যা প্রবল আকার ধারণ করেছে।
চীনের সরকারি পত্রিকা পিপলস ডেইলিতে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকায় বেকারত্ব প্রকট করার মতো কোনো পদক্ষেপ বেইজিং নেয়নি এবং ওই দেশটির বেকার সমস্যার সঙ্গে চীনের দূরাগত কোনো সম্পর্কও নেই।
মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি অভিযোগ করেছিলেন, তার দেশের তরুণ সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে যাওয়ার জন্য চীন দায়ী। মার্কিন সরকার দাবি করে, চীনের ‘সস্তা পণ্য’ আমেরিকার বাজারে প্রবেশ করার কারণে মার্কিন কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বেইজিংকে অভিযুক্ত করার সংস্কৃতি থকে বেরিয়ে এসে ওয়াশিংটনের উচিত চীনের কাছে অত্যাধুনিক প্রযুক্তি রপ্তানি করা যাতে দু’দেশের মধ্যকার বাণিজ্যিক ঘাটতি কমে আসে।#