আবনা ডেস্ক: প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন ও সমন্বয়কারী আবদেল হামিদ আবাউদ বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নিহত হয়েছে। এ সময় তার স্ত্রীও আত্মঘাতী হামলা চালাতে গিয়ে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রসিকিউটর।
বুধবার ভোর রাতে প্যারিস সিটির সেন্ট ড্যানিস এলাকার একটি বাড়িতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হয়। একপর্যয়ে আবদেল হামিদ আবাউদের স্ত্রী আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়। আর পুলিশের গুলিতে নিহত হয় আরেক সন্ত্রাসী। ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনী নিহত ওই ব্যক্তিকেই প্রধান সন্দেহভাজন আবদেল হামিদ আবাউদ। প্যারিস পুলিশ তার আঙুলের ছাপ পরীক্ষা করে নিশ্চিত হয়েছে।
বুধবারের দীর্ঘ সাত ঘণ্টার অভিযানে আরও আট সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ হামলায় ১২৯ ব্যক্তি নিহত ও কয়েকশ মানুষ আহত হন।
প্রসঙ্গত, ফ্রান্সের সেন্ট-ড্যানিসের স্তেদ দ্য ফ্রান্স স্টেডিয়াম এলাকাটি মূলতঃ আরবি ভাষাভাষী হিসেবে পরিচিত। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও বসবাস করেন। বিশেষ অভিযানের পর থেকে নতুন করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে।#
source : abna24