বাঙ্গালী
Saturday 7th of December 2024
0
نفر 0

ইরানের শহরে শহরে ‘মহানুভবতার দেয়াল’

আবনা ডেস্ক : শীত জেঁকে বসেছে ইরানে। দরিদ্রদের সাহায্যে বেশ কিছু শহরে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। এলাকায় এলাকায় সুনির্দিষ্ট কিছু দেয়ালে মানুষজন তাদের অব্যবহৃত জামা-কাপড় ঝুলিয়ে দিয়ে যাচ্ছেন
ইরানের শহরে শহরে ‘মহানুভবতার দেয়াল’

আবনা ডেস্ক : শীত জেঁকে বসেছে ইরানে। দরিদ্রদের সাহায্যে বেশ কিছু শহরে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে। এলাকায় এলাকায় সুনির্দিষ্ট কিছু দেয়ালে মানুষজন তাদের অব্যবহৃত জামা-কাপড় ঝুলিয়ে দিয়ে যাচ্ছেন। যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যাচ্ছেন।
এ সব দেয়ালকে বলা হচ্ছে ‘মহানুভবতার দেয়াল’। এই উদ্যোগ শুরু হয় ইরানের উত্তর-পূর্বের শহর মাশহাদে।
অজ্ঞাতনামা এক ব্যক্তি সেখানে একটি দেয়ালে কিছু হুক এবং হ্যাঙ্গার ঝুলিয়ে দেন। পাশে লিখে দেন, আপনার যে জিনিস আর কাজে না লাগছে, তা এখানে রেখে যান। আর আপনাদের দরকারের জিনিস পেলে নিয়ে যান।
এর পরপরই দেয়ালের হুকে, হ্যাঙ্গারে বহু মানুষ এসে কোট, জাম্পার, কম্বল ঝুলিয়ে রেখে যেতে শুরু করেন।
এরপর ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে থাকেন।
ফলে এখন ইরানের বহু শহরেই একই কায়দায় শুরু হয়েছে মহানুভবতার দেয়াল।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

শেইখ যাকযাকির মুক্তির দাবীতে ...
হযরত আলীর (আ.) প্রতি বিশ্বনবী (সা.)এর ...
ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের ১৫৭ ...
পাবলিক প্লেসে নেকাব নিষিদ্ধ করবে ...
মুসলিম সমাজে স্বামী-স্ত্রীর ...
ধৈর্য ও সহনশীলতা
মুসলমানদের প্রথম কিবলা ...
সর্বোচ্চ নেতার সঙ্গে বাশার ...
সূরা ইউনুস;(৯ম পর্ব)
৪৭২ কন্যার গর্বিত পিতা যিনি

 
user comment