আইএসআইএলে যোগদানের পূর্বে আনকারার একটি বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে ব্রিটিশ এক যুবতিকে।
আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : তুরস্ক পুলিশ ২২ বছর বয়সী এক ব্রিটিশ যুবতিকে আটক করেছে। ধারণা করা হচ্ছে সে আইএসআইএলে যোগদানের ইচ্ছা রাখতো। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কর্মকর্তা গতকাল (মঙ্গলবার, ১৭ই মার্চ) জানিয়েছেন : আনকারার একটি বাস টার্মিনাল থেকে ‘জাইলা নাদিরা’ নামক ব্রিটিশ ঐ যুবতিকে আটক করা হয়।
তিনি বলেন : ‘ব্রিটেন পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়নি বরং তুরস্ক পুলিশ স্বচেষ্টায় তাকে আটক করতে সক্ষম হয়েছে।’ তুরস্কের অপর এক কর্মকর্তা এ তথ্য সত্যায়িত করেছেন। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন : ‘তাকে কনস্যুলার সহায়তা দেয়া হবে।’
তুরস্কে এক গোয়েন্দা আটকের কয়েকদিন পর এ যুবতিকে আটক করা হল। বলা হচ্ছে, সিরিয়ার নাগরিক ঐ গোয়েন্দা আইএসআইএল বিরোধী জোটের একটি দেশের হয়ে যুক্তরাষ্ট্রের সামরিক এক বিভাগে কর্মরত ছিল।
ধারণা করা হচ্ছে, ঐ ব্যক্তিই ৩ ব্রিটিশ কিশোরী ‘শামিমা বেগম’ ও ‘আমিরা আবাসা’ (১৫) এবং ‘খাদিজা সুলতানা’ (১৬) কে সিরিয়ায় প্রবেশে সহযোগিতা করেছে যাতে তারা আইএসআইএল দিতে পারে।
এদিকে গত সপ্তাহে ৩ ব্যক্তিকে আটক করে ব্রিটেনে ফেরত পাঠিয়েছে তুরস্ক। ধারণা করা হচ্ছে যে, তারা সিরিয়ায় প্রবেশের উদ্দেশ্যে তুরস্কে এসেছিল।
উল্লেখ্য, আনকারা তুরস্ক সীমান্ত দিয়ে জিহাদিদের প্রবেশে বাধাদানের ক্ষেত্রে পর্যাপ্ত পদক্ষেপ নেয় না তুরস্ক –এ দাবী পশ্চিমা দেশগুলোর। এ সমালোচনার জবাব দিতে বিগত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক।#
source : abna