আবনা ডেস্ক: স্পেনে বার্ষিক ‘ক্রিসমাস লটারি' জয় করে নিলেন কাঠের নৌকায় ভেসে আসা সেনেগালের এক শরণার্থী। দেশটির স্থানীয় এক দৈনিকের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, 'ক্রিসমাস লটারি'র চার লাখ ইউরো জিতে নিল সাগরে কাঠের নৌকা থেকে উদ্ধার হওয়া এক শরণার্থী।
'লা ভোজ দে আলমেরিয়া' নামক স্পেনের নাগরিক নাগামি নামের এই সেনেগালের নাগরিকের কথা বর্ণনা করে বলেন, আলমেরি অঞ্চলে স্ত্রীসহ বাস করেন তিনি। সেখানে বিক্রি হওয়া লটারির টিকেট কেনেন নাগামি। তার টিকেট নম্বর ৭৯১৪০।
লটারি জয় প্রসঙ্গে নাগামি বলেন, বিশ্বাস হচ্ছে না আমি লটারিটি জিতেছি। শুনলে হয়ত আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু কখনও কখনও আমাদের দুইজনের কাছে ৫ ইউরো থাকে না।
এ সময় তিনি স্পেন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ৬৫ জন সেই নৌকায় ছিলাম। সেখান থেকে আমাদের উদ্ধার করার জন্য স্পেনের সরকারকে ধন্যবাদ।
উল্লেখ্য, সেনেগাল থেকে ইউরোপিয় অঞ্চলে আসার জন্য কাঠের নৌকায় চেপে আরো ৬৫ জন আফ্রিকানের সঙ্গে স্ত্রীসহ রওনা হন নাগামি। স্পেনের কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে।
source : abna24