আবনা ডেস্ক : সৌদি আরবের ৭০ লাখ শিয়া মুসলমানের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার অধিকারী বিশিষ্ট আলেম শেইখ নিমরসহ ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে ‘নববর্ষকে অভূতপূর্ব সৌদি স্টাইলে স্বাগত’ জানানো বলে নিন্দা জানিয়েছে ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
বিশিষ্ট সাংবাদিক রবার্ট ফিস্ক ব্রিটেনের এই দৈনিকটিতে প্রকাশিত এক নিবন্ধে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করার ওই ঘটনাকে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হত্যাযজ্ঞের সঙ্গে তুলনার যোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন করেন, এ অবস্থায়ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও পাশ্চাত্য তেল-সমৃদ্ধ আরব দেশগুলোর রাজা-বাদশাহদের তোষামোদি বন্ধ করবে কি?
সৌদি সরকার একই দিনে নিমরের মত প্রখ্যাত শিয়া নেতাসহ ৪৭ ব্যক্তির মাথা বিচ্ছিন্ন করে মুসলিম বিশ্বে আইএসআইএল-এর মতই শিয়া-সুন্নি দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেছেন। সৌদি সরকার যা করেনি তা হল এইসব নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও প্রচার করা থেকে বিরত থেকেছে যা করে থাকে দায়েশ তথা আইএসআইএল। ওয়াহাবি ধারার অনুসারী সৌদি সরকার গত বছর মাথা কেটে ১৫৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলেও ফিস্ক স্মরণ করিয়ে দেন। দায়েশ ইরাক ও সিরিয়ায় তাদের বিরোধী সুন্নিদের ওপরও ব্যাপক গণহত্যা চালিয়েছে।
সৌদি আরবে স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং শিয়া মুসলমানদের প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করার দাবি তুলেছিলেন শেইখ নিমর। আর এ জন্যই সৌদি সরকার তাকে রাজ-সিংহাসনের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেছে। নিমরের আহ্বান এতটাই জোরালো হয়েছিল যে সাবেক সৌদি রাজা আবদুল্লাহর তালাক-প্রাপ্ত এক স্ত্রীর কন্যা তথা সৌদি রাজকন্যাও হেরেমে বন্দি থাকা অবস্থায় নিমরের আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরব থেকে রাজতন্ত্র উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।#
source : abna24