আহলে বাইত আ. সংবাদ সংস্থা (আবনা) প্রতিবেদন : গত শুক্রবার (৮ জানুয়ারি)
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি শাষকদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভে দশহাজার মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে
সর্বশেষ ইয়েমেনের বিভিন্ন এলাকায় ক্লাস্টার বোম হামলার তীব্র প্রতিবাদ
জানিয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মনে করেন, ইয়েমেনে ক্লাস্টার বোমার
ব্যবহার গণহত্যার শামিল এবং সৌদি শাষকদের এই অপরাধের উপর আন্তর্জাতিক
সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন। সৌদি যোদ্ধারা গত সপ্তাহে আবাসিক
এলাকাগুলোতে বৃষ্টির মতো ছড়িয়ে-ছিটিয়ে ক্লাস্টার বোমা হামলা করেছে। যার
ফলে এপর্য্ন্ত কয়েকশ বেসামরিক নাগরিককে শহীদ হয়েছেন। একটি ক্লাস্টার
বোমার আঘাতে মাটির ভিতরে থেকে মাইনের কম্পনের মত শত শত কম্পন বের হয়ে সে
এলাকায় ছড়িয়ে পড়ে । এই কারণে এ অস্ত্রকে ভয়ংকর হাতিয়ার হিসেবে গণ্য করা
হয়। যুদ্ধ শুরু হওয়া থেকে এপর্যন্ত ইয়েমেনের আবাসিক এলাকাগুলোতে সৌদি
যোদ্ধাদের হামলায় কয়েক হাজার বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।
আহলে বাইত আ. সংবাদ সংস্থা (আবনা) প্রতিবেদন : গত শুক্রবার (৮ জানুয়ারি) ইয়েমেনের রাজধানী সানায় সৌদি শাষকদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আহলে বাইত আ. সংবাদ সংস্থা (আবনা) প্রতিবেদন : গত শুক্রবার (৮ জানুয়ারি) ইয়েমেনের রাজধানী সানায় সৌদি শাষকদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
source : abna24