আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইয়েমেনের বেসামরিক লোকদের উপর গুচ্ছ বোমা ব্যবহারের কারণে সৌদি আরবের নিন্দায় বিবৃতি প্রকাশের পর জাতিসংঘের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইয়েমেনের পদত্যাগকৃত সরকার। সৌদি আরবের অপরাধকর্মের প্রতি সমর্থন অব্যাহত রেখে ইয়েমেনের পদত্যাগকৃত সরকার এদেশ থেকে জাতিসংঘের প্রতিনিধিদেরকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে!
ইয়েমেনের পদত্যাগকৃত সরকারের পররাষ্ট্র মন্ত্রী, ইয়েমেনে জাতিসংঘের কর্মকর্তা ‘জর্জ আবুল যুলোভে’র বিরুদ্ধে -প্রতিবেদন লেখার ক্ষেত্রে- নিরপেক্ষ না থাকার অভিযোগ তুলেছেন।
ইয়েমেনে মানবাধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তারা গত বৃহস্পতিবার বিভিন্ন বেসামরিক এলাকা থেকে ২৯টি গুচ্ছ বোমার অবশিষ্ট অংশ উদ্ধার করে। নিষিদ্ধ এ বোমাগুলো ইয়েমেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে স্বৈরাচারী আলে সৌদ।
এদিকে, ইয়েমেন থেকে জাতিসংঘের কর্মকর্তাদেরকে বহিস্কারের বিষয়ে গৃহীত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
বান কি মুন এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা করেছেন, আবুল যুলোভের উপর পূর্ণ আস্থা রয়েছে জাতিসংঘের। গৃহীত এ সিদ্ধান্ত পূণর্বিবেচনা জন্য ইয়েমেনের পদত্যাগকৃত সরকারের প্রতি দাবী জানিয়েছে জাতিসংঘ।
এ সময় তিনি ইয়েমেনে জাতিসংঘের সক্রিয় ও গঠনমূলক ভূমিকা অব্যাহত এবং দেশটির নিরাপরাধ জনগণের বিরুদ্ধে স্বৈরাচারী আলে সৌদের অপরাধকর্মের উপর প্রামাণ্যচিত্র তৈরীর প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রায় ১০ মাসেরও অধিক সময় ধরে ইয়েমেনের নিরীহ বেসামরিক জনগণ স্বৈরাচারী আলে সৌদের নৃশংস ও বর্বর হামলার শিকার হয়ে মানবেতর অবস্থায় জীবন-যাপন করছে। কয়েকটি বিবৃতি প্রকাশ ছাড়া এ পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ জাতিসংঘের পক্ষ থেকেও গৃহীত হয়নি।#
source : abna24