সিরিয়ার সরকারি চ্যানেলের এক বুলেটিনে বলা হয়েছে, ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরো ১০০ জন।
বিভিন্ন প্রতিবেদনে সন্ত্রাসী দল দায়েশ এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সিরিয়ায় তৎপর ব্রিটেন ভিত্তিক এক মানবাধিকার সংস্থা জানিয়েছে, ডের এয-যোরে’র উত্তরাঞ্চলীয় ‘আল-বুগাইলিয়া’ অঞ্চল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আইএসআইএল (দায়েশ) এ হামলার সাথে জড়িত বলে জানিয়েছে সংস্থাটি।
বিস্ফোরক দ্রব্য ভর্তি একটি গাড়ী বিস্ফোরণের মাধ্যমে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়, এরপর এক্সপ্লোসিভ বেল্টধারী আত্মঘাতী ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মানবাধিকার ঐ সংস্থার ভাষ্যমতে বিস্ফোরণের পর সিরিয় সৈন্য এবং দায়েশ সন্ত্রাসীদের মাঝে তুমুল সংঘর্ষ বাধে।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলায় হতাহতদের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি।#