আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : সিরিয়ার রাজধানী দামেস্কের যায়নাবিয়া অঞ্চলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তথ্য সংবাদ সূত্রসমূহের।
প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে, সাইয়্যেদা যায়নাব (সা. আ.) মহল্লার পার্শ্ববর্তী কুয়ে সুদান এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়।
বলা হচ্ছে যে, গাড়ীতে পেতে রাখা বোমা বিস্ফোরণে শত শত ব্যক্তি হতাহত হয়েছে।
সদ্য প্রাপ্ত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সন্ত্রাসী এ হামলায় ১৩ জন শহীদ এবং ৩০ জন আহত হয়েছে। নিক্ষিপ্ত রকেটের আঘাতে অথবা গাড়ী বোমা বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম একটি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটানো হয়, এরপর আত্মঘাতী জনৈক ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করে।
দায়েশ সন্ত্রাসীরা এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে সিরিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা সানা’র উদ্ধৃতি দিয়ে জানা গেছে, কুয়ে সুদান এলাকায় ৩টি সন্ত্রাসী হামলার ঘটনায় ৩০ জন শহীদ এবং অন্তত ৪০ জন আহত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে যে, প্রথম বিস্ফোরণটি গাড়ী বোমা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়। এরপর জনগণ যখন হামলার শিকার ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসে তখন দু’জন আত্মঘাতী ব্যক্তি নিজেদের সাথে থাকা এক্সপ্লোসিভ বেল্টের বিস্ফোরণ ঘটায়।
এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী।
বার্তা সংস্থা সানা’র নতুন এক বুলেটিনে বলা হয়েছে যে, এ সন্ত্রাসী হামলায় ৪৫ জন আহত এবং ৪০ ব্যক্তি আহত হয়েছে।
সর্বশেষ বুলেটিনে সানা জানিয়েছে, এ সন্ত্রাসী হামলায় ১১০ জন আহত হয়েছে।#