আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-:দুই বছর আগ থেকে কারী জাহিদ বাড়ীতে বাড়ীতে কুরআন শিক্ষা দেয়া শুরু করে। এ সুযোগ নিয়ে কিশোরদেরকে পাকিস্তানের ওয়াজিরিস্তানে অবস্থানরত তালেবান জঙ্গিদের সাথে যোগ দিতে উৎসাহিত করতো সে। পুলিশের তদন্ত অনুযায়ী ঐ ব্যক্তি দুই বছর যাবত ১৬ জনেরও বেশী শিক্ষার্থীকে তালেবান সন্ত্রাসী দলে যোগদান করিয়েছে। এছাড়া সে অপর ছয়জনকে সন্ত্রাসী
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-:দুই বছর আগ থেকে কারী জাহিদ বাড়ীতে বাড়ীতে কুরআন শিক্ষা দেয়া শুরু করে। এ সুযোগ নিয়ে কিশোরদেরকে পাকিস্তানের ওয়াজিরিস্তানে অবস্থানরত তালেবান জঙ্গিদের সাথে যোগ দিতে উৎসাহিত করতো সে। পুলিশের তদন্ত অনুযায়ী ঐ ব্যক্তি দুই বছর যাবত ১৬ জনেরও বেশী শিক্ষার্থীকে তালেবান সন্ত্রাসী দলে যোগদান করিয়েছে। এছাড়া সে অপর ছয়জনকে সন্ত্রাসী এ দলে যোগদানের জন্য প্রস্তুত করছিল।
কারি জাহিদকে চিহ্নিত এবং ধাওয়া করে আটক করে ইসলামাবাদ পুলিশ।
উল্লেখ্য, বাড়ীতে প্রাইভেট টিউটর রেখে কুরআন প্রশিক্ষণের বিষয়টি পাকিস্তানে প্রচলিত একটি বিষয়। এ সুযোগকে উগ্রতাবাদী গোষ্ঠীগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে।#
source : abna24