আবনা ডেস্ক : ইরানি কার্পেটের প্রথম চালান মার্কিন বাজারে প্রবেশ করেছে। পরমাণু সমঝোতা বাস্তবায়নের পর এ কার্পেটের চালান লস অ্যাঞ্জেলসের বাজারে প্রবেশ করেছে বলে জানিয়েছে দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস।
ইরানি কার্পেটের এ চালান গত সপ্তাহে মার্কিন শুল্ক বিভাগ থেকে ছাড়া পেয়েছে। আর এর মাধ্যমে ইরানি কার্পেটের জন্য মার্কিন ব্যবসায়ীদের অনেক বছরের আগ্রহের অবসান ঘটে।
লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউডের ইরানি কার্পেট ব্যবসায়ী আলেক্স হেলমি বেশ আবেগী হয়ে পড়েন। দৈনিকটিকে তিনি বলেন, ইরানি কার্পেট এসেছে শুনে আমার কান্না পাচ্ছিল। হাতে বোনা ৪০টি কার্পেট সংগ্রহের জন্য দ্রুত নিজ কর্মীদের লস অ্যাঞ্জেলস বিমান বন্দরে পাঠান তিনি।
হেলমির এ চালানে ১৩টি বড় কার্পেটও আছে। এগুলোর কোনো কোনোটি একশ বছরের বেশি পুরানো। এ সব কার্পেটের বেশি ভাগ খাঁটি রেশম তন্তুতে বোনা। আর কোনো কোনোটি রেশম এবং স্বর্ণ তন্তু মেশানো আছে। বড় কার্পেটগুলো এক লাখ এবং ছোটগুলো ১০ হাজার ডলারে বিক্রি হবে বলে জানান তিনি।
গত কয়েক দশক ধরে ইরানি কার্পেটের ব্যবসা করছেন এ কথা উল্লেখ করে তিনি বলেন, বহু বছরের মধ্যে এই প্রথম ইরান থেকে সরাসরি কার্পেটের চালান পাওয়া গেল। ইরানের শান্তি পূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ২০১০ সালে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আমেরিকা।#
source : abna24